|

মুলিয়া ইউনিয়নে দুটি মন্দিরে গভীর নলকূপ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিতঃ ৬:৩৯ অপরাহ্ন | জানুয়ারী ১২, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের মুলিয়া ইউনিয়নের দুটি মন্দিরে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের উদ্যোগে এ গভীর নলকূপ(ডিপ টিউবয়েল) এর উদ্বোধন করা হয়।

জানা গেছে, নড়াইলের মুলিয়া বাজার সংলগ্ন কৃষ্ণ মন্দির মাঠে ডিপ টিউবয়েল প্রদান উপলক্ষে মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণসেবা আন্দোলনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা তলহা ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ গণসেবা আন্দোলনের মহাসচিব আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান,বাংলাদেশ গণসেবা আন্দোলনের নড়াইল জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মহসিন উদ্দিন, গণসেবা আন্দোলনের লোহাগড়া পৌর শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, গণসেবা আন্দোলনের লোহাগড়া পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, ছাত্রসেবা আন্দোলনের নড়াইল জেলা সভাপতি মোঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক মোঃ নুর জালাল সিকদার। সকল নেতৃবৃন্দ সংগঠনের নেতা কর্মী ও বিশিষ্টজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রমুখ।

সভা শেষে অতিথিরা মুলিয়া কৃষ্ণ মন্দির ও মুলিয়া সার্বজনীন কালী মন্দিরে দুটি ডিপ টিউবয়েল স্থাপনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ গণসেবা আন্দোলনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা তলহা ইসলাম তার বক্তব্যে বলেন, মন্দিরেও সেবার মাধ্যমেই আজ থেকে নড়াইল-২ আসনে সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলামের আগাম নির্বাচনী কার্যক্রম শুরু হলো। মুফতি শহিদুল ইসলাম সাধারণ মানুষের আরো বেশি সেবা করতে চান।

মুলিয়া ইউনিয়নে দুটি মন্দিরে গভীর নলকূপ নির্মাণ কাজের উদ্বোধন

মুলিয়া ইউনিয়নে দুটি মন্দিরে গভীর নলকূপ নির্মাণ কাজের উদ্বোধন

দেখা হয়েছে: 701
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪