|

‘দুর্গাপুরে জিবিসি নার্সিং হোমে হামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

প্রকাশিতঃ ৯:০৬ অপরাহ্ন | মার্চ ১১, ২০১৮

ব্রডব্যাংকস ক্লিনিক এন্ড নার্সিং হোম-এর ডাঃ ম্যাগডালিন খকসি কর্তৃক একতরফা ভাবে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে যথাক্রমে গত ০৯/০৩/২০১৮ খ্রি: তারিখে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারিত সংবাদ সমূহ সবৈর্ব মিথ্যা, বানোয়াট এবং হীন উদ্দেশ্যে প্রণোদিত।

জিবিসি ও বিরিশিরি মন্ডলী থেকে বহিস্কৃত সদস্য মিঃ ক্রসওয়েল খকসির মেয়ে ডাঃ ম্যাগডালিন খকসি নিজের হীন-স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাই ।

জিবিসি- ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নার্সিং হোম গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন, বাংলাদেশ (জিবিসি) এর হেলথ কেয়ার বোর্ড এর আওতাধীন একটি অংগ প্রতিষ্ঠান। এটি বিগত প্রায় ৮০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত অত্র এলাকার জনগনের মাঝে চিকিৎসা সেবা দান করে আসছে। প্রকৃত ঘটনা হলো, বেশ কয়েক মাস যাবত জিবিসি- ব্রড ব্যাংকস ক্লিনিক এন্ড নার্সিং হোম এর পরিচালক মিঃ মলয় ম্রং জিবিসি সার্ভিস রুল লংঘন করে সংগঠন (জিবিসি) বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার কারণে সেন্ট্রাল কমিটি কর্তৃক উক্ত প্রতিষ্ঠানের ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয় এবং তার স্থলে নব নিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক মিঃ সুবন্ত রখোকে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে জিবিসি প্রেসিডেন্ট ও জিবিসি হেলথ কেয়ার বোর্ড এর সদস্য পাষ্টার স্টিফেন আশীষ রেমা ও সেন্ট্রাল কমিটি এবং বিভিন্ন বোর্ড এর কতিপয় সদস্যদের নিয়ে বিগত ০৯/০৩/২০১৮ ইং তারিখ এক পরিচিতি সভার আয়োজন করেন।

অতীব পরিতাপের বিষয়, পরিচিতি সভার এক পর্যায়ে ডাঃ ম্যাগডালিন খকসি উত্তেজিত হয়ে সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ও অন্যান্য প্রতিনিধিদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি নিজেকে ভারপ্রাপ্ত বোর্ড পরিচালক দাবী করে টেবিল চাপড়িয়ে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন যা শিষ্টাচার বহির্ভুত ও প্রাতিষ্ঠানিক সার্ভিস রুল পরিপন্থী ।

আরো উল্লেখ্য, প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে – বহিস্কৃত ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে এবং ডাঃ ম্যাগডোলিন খকসির গায়ে হাত তুলতে এগিয়ে এসেছে – এ কথাটিও মিথ্যা এবং উদ্দেশ্যে প্রণোদিত। উপস্থিত ব্যক্তিদের কেউই বহিস্কৃত ব্যক্তি নয় কিন্তু জিবিসি’র এজিএম কর্তৃক নির্বাচিত।

আমরা জিবিসি’র সেন্ট্রাল কমিটি এহেন হীন-স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাই এবং জিবিসি’র সম্মানিত সদস্য-সদস্যা এবং শুভাকাঙ্খীদের বিভ্রান্ত না হওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি।

দেখা হয়েছে: 704
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪