|

তথ্য প্রযুক্তি আইনের মামলায় খুলনার সাংবাদিক ইসরাত ইভার জামিন

প্রকাশিতঃ ৭:৩৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় খুলনার সাহসী সাংবাদিক ইশরাত ইভা ঢাকার সাইবার ট্টাইব্যুনাল থেকে জামিন লাভ করেছে। সোমবার ট্টাইব্যুনালের বিচারক মো: সাইফুল ইসলাম’র আদালতে ইভার পক্ষে বিএমএসএফ’র আইনজীবি জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে ইভার পক্ষে আইনী লড়াইয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন ও এ্যাড. আব্দুর রাজ্জাক অংশ নেন।

এ সময় আদালতে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ঢাকা জেলা কমিটির আইন উপদেষ্টা কলিম এম জায়েদী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি মামলাটি খুলনার আদালত থেকে বিচারের জন্য ঢাকা সাইবার ট্টাইব্যুনালে পাঠালে ওইদিনই ইভা ও তার স্বামি শেখ রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে আজকাল সাংবাদিকদের সত্য লিখতে নেই। লিখলেই হাতকড়া পড়িয়ে কখনও ৫৭ আবার কখনো ৩২ ধারায় কারান্তরীন হতে হবে। সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের নিকট সাংবাদিক নিপিড়নকারী ধারাগুলো বাতিলের জন্য জোড়ালো আপত্তি করা হচ্ছে। কিন্ত কার কথা কে শোনে!

উল্লেখ্য, গত বছর খুলনার ভুমিদস্যূ তকদির হোসেন বাবুর বিরুদ্ধে খুলনার কন্ঠ পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় তার অপর্মের খবর প্রকাশিত হয়। এর জের ধরে ভুমিদস্যু বাবু খুলনার আদালতে ওই সাংবাদিক দম্পতির বিরুদ্ধে ৫৭ ধারার অভিযোগে মামলাটি দায়ের করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে একটি চার্জশীট দাখিল করেন। সম্প্রতি মামলাটি খুলনা থেকে ঢাকায় বিচারের জন্য প্রেরণ করা হয়।

দেখা হয়েছে: 462
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪