|

ষড়যন্ত্র করলে জাসদের মত পরিনতি হবে, ময়মনসিংহে রাজ্জাক

প্রকাশিতঃ ৭:৩০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্ঠা করেন, যারা কোন্দল করেন, যারা কলহ করেন তাদের উদ্যেশ্য করে হুসিয়ারী দিয়ে ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ওই জাসদের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকরা যেমন বিলীন হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে যারা ষড়যন্ত্র করবে তাদেরও পরিনতিও জাসদের মতো হবে।

রবিবার (১১ বিকেলে ) বিকেলে ময়মনসিংহ নগরীর ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আ.লীগ সভাপতি এড জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারন সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ্‌ উদ্দিন সিরাজ, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্প ও বানিজ্য সম্পাদক আব্দুস ছাত্তার, পাট ও বস্ত্রমন্ত্রী মীর্জা আজম, মোসলেম উদ্দিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল, আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট এবিএম নূরুজ্জামান খোকন প্রমুখ।

ষড়যন্ত্র করলে জাসদের পরিনতি হবে, ময়মনসিংহে রাজ্জাক

এ সময় রাজ্জাক আরও বলেন, স্বাধীনতার পর কিছু বিপদগ্রামী যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে জাসদ করেছিল। তারা বিলীন হয়ে গেছে ইতিহাস থেকে। তাদের কোনো আদর্শ ছিল না। তারা বঙ্গবন্ধুর আদর্শে আলোকিত ছিলনা।

যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন, যারা কোন্দল করেন, কলহ করেন, তাদের উদ্দ্যেশে বলতে চাই জাসদের সমাজতান্ত্রিকরা যেভাবে বিলীন হয়ে গেছে। যারা ষড়যন্ত্র করবে তাদেরও পরিণতি তাই হবে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সাথে সাথে স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার-আলবদর, বিএনপি, জামায়তসহ যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

দেখা হয়েছে: 550
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪