|

জাজিরায় ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে হত্যা! গ্রেফতার ২

প্রকাশিতঃ ১২:১৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

ক্রাইম রিপোর্টারঃ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে ঝর্ণা আক্তার (২৭) নামে এক নারীকে হত্যা করেছে দুই যুবক। নিহত ঝর্না জাজিরা উপজেলার লাউখোলা বাজার সিরাজ খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়ার চাকরি করতো।

সোমবার দুপুরে শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, শরীয়তপুর জাজিরা উপজেলার আড়াচন্ডির গ্রামের মৃত নুরু মুন্সীর মেয়ে ঝর্ণা আক্তার। গত ২০১০ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার আট নাম্বার গ্রামের জীবন বেপারির সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসার জীবন সুখেই কাটছিল । সাত বছরের সংসার জীবনে তাদের দুটি ছেলে সন্তান।

হঠাৎ করে গত জুলাই মাসে জীবন বেপারি ঝর্ণাকে না জানিয়ে গোপনে আরেকটি বিয়ে করে এবং দুই ছেলেসহ ঝর্ণাকে তার বাবার বাড়ি দিয়ে যায়। ছেলে-সন্তানসহ ঝর্ণার কোনো খোঁজখবর না নেয়ায় সংসার চালাতে জাজিরার লাউখোলা বাজার সিরাজ খান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়ার চাকরি নেন ঝর্ণা আক্তার। এর মধ্যেই ক্লিনিকে আসা-যাওয়ার পথে লাউখোলা বাজারের ইলিয়াস মাদবরের কাঠের দোকানের মিস্ত্রি ও ডিজাইনার সুমন শেখের সঙ্গে প্রথমে পরিচয় ও পরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩ ফেব্রুয়ারি শনিবার সকালে ঝর্ণা ক্লিনিকে যাওয়ার সময় লাউখোলা আলী জব্বার সিকদারের ধুনিয়াখেতের কাছে পৌঁছালে জাজিরা উপজেলার মানিকনগর শিমুলতলা গ্রামের কলম শেখের ছেলে সুমন শেখ (২৩) এবং তার বন্ধু ও সহকর্মী মানিকগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পূর্ব কামারগাঁও গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে মো. বাবুল মৃধা (২০) মিলে ঝর্ণার পথরোধ করে কুপ্রস্তাব দেয় ।

তখন কুয়াশায় চারদিকে ঢাকা ছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঝর্ণাকে ধুনিয়াখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সুমন ও বাবুল। তখন ঝর্ণা চিৎকার করলে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই রাতেই ঝর্ণার মা আফিরন বেগম জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন।

পরে গতকাল রোববার রাত ৮টার দিকে হত্যাকারী সুমন শেখ ও মো. বাবুল মৃধাকে গোপন সংবাদের ভিত্তিতে লাউখোলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসান শাহ, আব্দুল হান্নান, জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 433
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪