|

লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশকে পিটিয়ে হত্যা, বিক্ষুব্ধ গ্রামবাসী

প্রকাশিতঃ ১:৫৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৫, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার সাথে জড়িত এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ-মিছিল করে।

নিহত পলাশ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (বিএ) ফলপ্রার্থী ছিলো। সে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সাংবাদিক পলাশদের বাগানের সুপারি চারা রোপণ করার চেষ্টা করে তার আপন জেঠাতো ভাই আবু ইউছুফ (৫০) ও আবু ছায়েদ (৪৫)। পলাশের বাবা বাধা দিলে তারা ইট নিক্ষেপ করে।

এতে পলাশের বৃদ্ধ বাবা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় বাবাকে উদ্ধার করতে গেলে তাকে কাঠ দিয়ে পিছান থেকে তারা আঘাত করে তারা। এতে তার মাথায় ও বুকে জখম হয়। তাৎক্ষণিক তিনি পলাশ জ্ঞান হারিয়ে ফেলে। তখন ভাইকে বাঁচাতে গেলে বোন নাছিমা আক্তার বেগমকে (৩৫) মারধর করে তার গলায় থাকায় একটি স্বর্ণের হার ছিনিয়ে নেয়।

খবর পেয়ে আশপাশের লোকজন এসে পলাশকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত আবু ইউছুফ ও আবু ছায়েদ নাছিমনগর গ্রামের হাজী আক্তারুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। এ ঘটনায় আবু ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সুপারি চারা রোপণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঠের আঘাতে আহত হন সে। পরে চিকিৎসাধীন অবস্থাতায় তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 477
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪