|

গৌরীপুরের যুবলীগ সম্মেলন ময়মনসিংহে সম্পন্ন

প্রকাশিতঃ ১০:১০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ
গৌরীপুরের সেই আলোচিত উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (২৮ ফেব্রুয়ারি/১৮) ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। ২০১জন কাউন্সিলারের মধ্যে ১৯২জনের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. সানাউল হক পুণঃরায় ও সাধারণ সম্পাদক পদে মো: মোফাজ্জল হোসেন খান নির্বাচিত হন।

ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু, আখেরুল ইসলাম সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার রন্টি প্রমুখ।

সম্মেলনে উপজেলা ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৩০নভেম্বর উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটনের সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্ব গৌরীপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলন ১৪ বছর ৪মাস ৩দিন পর ২০১৭সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথাছিলো। সেই দিনে ইউএনও’র বাসভবনসহ ৫ টি স্থানে পেট্রোল বোমা বিস্ফোরণ ও ১৪৪ধারা জারি করায় প্রথম দফা স্থগিত হয়। দ্বিতীয় দফায় ৪ ফেব্রুয়ারি রোববার ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে দিনক্ষণ ঠিক করা হয়।

এ সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সড়ক, রেলপথে যোগাযোগ বন্ধসহ কঠোর কর্মসূচীর আল্টিমেটাম দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটনের নেতৃত্বাধীন গ্রুপ। এই আন্দোলনের প্রেক্ষিতে সেই সম্মেলনও একদিন আগে স্থগিত ঘোষণা করা হয়।

দেখা হয়েছে: 463
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪