|

কিশোরগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ ৩:১০ পূর্বাহ্ন | জানুয়ারী ১৫, ২০১৮

অপরাধ বার্তা ডেক্সঃ

কিশোরগঞ্জ করিমগঞ্জে এক হাজার ৬শ’ পিস ইয়াবাসহ টিপু মিয়া (২৪) ও মো. নাসির (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. এম শোভন খান, (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকায় রোববার অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে টিপু মিয়া টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকার হারুন অর রশীদের ছেলে এবং মো. নাসির একই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা টামনী দক্ষিণ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক ব্যবসায়ী টিপু মিয়া ও মো. নাসিরের কাছ থেকে এক হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লাখ আশি হাজার টাকা। ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের এই ঘটনায় করিমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কিশোরগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক-Aporadh-Barta

দেখা হয়েছে: 622
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪