|

লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের ওপর হামলা,ক্যামেরা ছিনতাই

প্রকাশিতঃ ৭:১৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে ভিডিও ফুটেজ ধারণ করার সময় দুইজন সাংবাদিককে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর লক্ষ্মীপুরে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।

বেগম খালেদা জিয়ার রায়ের পরপর বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে থেকে। মিছিলটি শহরের গোডাউন রোড ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌঁছলে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে চত্বর ভঙ্গ করে দেয়। পরে বিক্ষিপ্ত যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এ্যানীর বাসভবন ভাংচুর চালায়।

এমন ভিডিও ধারণ করতে গেলে মাছরাঙ্গা টিভি লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল ও জেটিভি অনলাইনের লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ রুবেল হোসেনকে পিটিয়ে ক্যামেরা ছিনতাই করেন পরান নামে এক যুবলীগ নেতা ।

পরে আহত সাংবাদিকদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শাকের মোহাম্মদ রাসেলের মাথায় জখম হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন।

পরে পুলিশ গিয়ে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে লক্ষ্মীপুর শহরে পুলিশ ও বিজিবি টহল জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ।

 

দেখা হয়েছে: 469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪