|

লক্ষ্মীপুরে সাব-রেজিষ্ট্রার অফিসে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই

প্রকাশিতঃ ১১:৫৯ অপরাহ্ন | মার্চ ১৫, ২০১৮

স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরে সাব-রেজিষ্ট্রার অফিসে সংবাদ সংগ্রহ কালে এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি সহিদুল ইসলাম ও স্থানীয় দৈনিক কালের প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মাকছুদের উপর হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর সাব-রেজিষ্ট্রার অফিসে অতিরিক্ত টাকা আদায় ও দলিল গ্রহিতাদের হয়রানি করা সহ নানা অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যায় ওই দুই সাংবাদিক। এসময় অফিস সহকারী কামরুলের নেতৃত্বে দলিল লেখক বাবুল ও দালাল ফারুক সহ ১০/১২ জনের সংঘবদ্ধ একটি চক্র সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সাংবাদিকদের ব্যাবহৃত ক্যামেরাও ছিনিয়ে নেয় তারা।

ঘটনার সময় সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা উপস্থিত থাকলেও সাংবাদিকরা কেন আসছেন জানতে চেয়ে হামলাকারীদের উস্কে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রায় এক ঘন্টা সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদর মডেল থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাংবাদিকদের উদ্ধার করেন। এঘটনায় আহত সাংবাদিক সহিদুল ইসলামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে এ ঘটনার জন্য দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে দু:খ প্রকাশ করে ঘটনা সমঝোতার চেষ্টা করেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার বলেন, দূর্নীতি ও অনিয়মের তথ্য তুলে ধরতে গিয়ে কোন সাংবাদিক অপদস্থ হবে তা মেনে নেওয়া হবে না। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলে এ বিষয়ে প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

তবে এঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান বিক্ষুব্ধ সাংবাদিকরা।

দেখা হয়েছে: 553
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪