|

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক বরখাস্ত

প্রকাশিতঃ ১০:৪৯ অপরাহ্ন | মার্চ ০৭, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরে শাহিন আলম নভেল (৯) নামের এক মাদরাসা ছাত্রকে অমানবিক ভাবে পিটিয়ে গুরুতর জখম করেছে শিক্ষক মো. ফয়সাল। পড়ালেখায় অমনোযোগী হওয়ার কারণ দেখিয়ে নভেলকে নির্মম নির্যাতন করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

এ ঘটনায় বুধবার (৭ মার্চ) দুপুরে চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির পাটোয়ারীসহ শিশুটির অভিভাবকরা ঘটনার বিচার চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুই পক্ষকে দুপুরে তার কার্যালয়ে ডেকে নেন এবং অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চান।

কিন্তু নির্যাতিত শিশুটির বাবা হাজী লিটন বিচারের দাবিতে অটল থাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ভুক্তভোগীদের আইনী পদক্ষেপের নেয়ার পরামর্শ দেন।

নির্যাতিত শিশু নভেল সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মুজিব উল্যাহ হাজী বাড়ির প্রবাসী হাজী লিটনের ছেলে ও আল-মুঈন ইসলামী একাডেমীর ৩য় শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক ফয়সাল সমসেরাবাদ গ্রামের আমিনুর রহমানের ছেলে।

এরআগে মঙ্গলবার (৬ মার্চ) লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনীতে আল মঈন ইসলামী একাডেমীতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত ছাত্রকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু শিশুটির পরিবার তাৎক্ষনিক থানায় অভিযোগ করে রাজনৈতিক প্রভাব ও তদবিরের চাপে আইনী কোন সহায়তা না পাওয়ায় তারা ইউএনও’র কাছে অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আল-মুঈন ইসলামী একাডিমীতে এরআগে শিক্ষার্থীদেরকে একই কায়দায় অমানবিক নির্যাতন করা হয়েছে।

এ ব্যাপারে আল-মুঈন ইসলামী একাডিমীর প্রধান ও মাদরাসার সুপার বশির আহম্মেদ ঘটনাটি অমানবিক দাবী করে বলেন, অভিযুক্ত শিক্ষক ফয়সালকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।

দেখা হয়েছে: 512
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪