|

মোহিয়সী: ছাদেকুল ইসলাম রুবেল

প্রকাশিতঃ ৯:২০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০১৮

আমার রাজ্যের ভবিষ্যৎ রাজ মাতা মনোহরিনী
ভালোবাসার জল মহল তুমি এই বুকের পাজরে।

ছিলে কভু পিপাসিত জলসার রজকীনি
আমার রাজত্যে হয়েছিলো তোমাতে বিলীন,

কস্তুরি, মোহিয়সী, আমার হৃদয়ের রানী,
অসীম ভালোবাসা তুমি কবিতা আমার,

তোমার রাজত্ব হলো চূর্ণ তুমিহীনা আমি অপুণ্য ।
হে প্রানপ্রিয়া আমার সন্তানের গর্ভধারিণী প্রিয়ষী/

তোমার রং মহল গড়েছি কাননে কাননে
জলসা ঘরের আলোক সজ্জা তুমি প্রিয়তমা।

থাকবে অনন্ত কাল থাকো যখনি যেই ক্ষনে যার সনে,
দুচোখের স্বপ্ন তুমি আমার অনন্যা, অনামিকা, সুরঞ্জনা,
কি নামে হও আপ্লুত তুমি সুধুরীকা মোর চামলী মল্লিকা।

ত্যাগীলে নিজেরে সঁপিলে এই পদতলে মহিমা
মিশে আছো মোর অন্তরের অন্তস্থলে বুক পাজরে।

দেখা হয়েছে: 713
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪