|

তানোরে আওয়ামী লীগের জনসভা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৬, ২০১৮

তানোর-Tanore

আলিফ হোসেন, তানোরঃ 
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আবার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই জনসভা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে।

একদিকে আগামি ২২ ফেব্ররুয়ারী রাজশাহীর মাদরাসা মাঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে তানোর আওয়ামী লীগের আয়োজিত জনসভাকে গোলাম রাব্বানী অনুসারীগণ বিপুল অর্থ বিনিয়োগে জমকালো অয়োজনের ব্যর্থসভা বলে সমালোচনা করছে।

অন্যদিকে এমপি অনুসারিগণ জনসভাকে শতভাগ সফল বলে দাবি করে রাব্বানী অনুসারীদের সমালোচনা করছে। এমনকি জনসভায় লোক সমাগম ঘটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী মোহন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষকে জনসভায় নিয়ে আসা হয়েছে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। তারা বলছে, কোনো প্রচার-প্রচারণা ছাড়াই রাব্বানী একাই যখন তার জনসভায় কুড়ি হাজার নেতাকর্মীর সমাগম ঘটাতে সফল হয়েছে তখন তানোরে প্রায় সপ্তাহব্যপী মাইকিং ও প্রচার-প্রচারণা করেও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী বা মোহনপুর উপজেলার মানুষকে জনসভায় আনতে হচ্ছে তবে কি ? তাদের জনসমর্থন হ্রাস পেয়েছে এসব নিয়েও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে।

সূত্র জানায়,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেরা সংগঠক আসাদুজ্জামান আসাদ এবং আওয়ামী লীগের জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র, এমপি মনোনয়ন প্রত্যাশী বনার্ঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী গণমানুষের নেতা গোলাম রাব্বানীকে আমন্ত্রণ না জানানোয় এসব আলোচনার সূত্র হয়েছে। সাধারণের মধ্যে রাব্বানী সেন্টিমেন্ট (মানশিকতা) আওয়ামী লীগের জন্য অশনি সঙ্কেত বলেও প্রচার রয়েছে। সূত্রের দাবি গোলাম রাব্বানীর মাধ্যমে ওমর ফারুক চৌধূরী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ সময় আওয়ামী লীগে তার যোগদান ঠেকাতে আওয়ামী লীগের বগি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে অবিরাম প্রচেষ্টা ও প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেও রাব্বানীর তৎপরতার কারণে তারা ফারুক চৌধূরীর যোগদান ঠেকাতে ব্যর্থ হয়। অথচ কতিপয় বগি নেতা যারা এমপি ফারুক চৌধূরীকে আওয়ামী লীগে যোগদানের বিরোধীতা ও প্রধানমন্ত্রীর কাছে করেছে তারা জনবিচ্ছিন্ন হলেও অদৃশ্য কারণে তারা এখন দলের নিয়ন্ত্রণ করছে। আর দলে থেকেও জন ও কর্মীবান্ধব, প্রবীণ-ত্যাগী-নিবেদিতপ্রাণ ও দূর্দীনের কান্ডারি গোলাম রাব্বানীসহ তাঁর অনুসারিদের বাইরে রাখা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লষেকদের অভিমত,তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত মাহাম পরিবার বা গোলাম রাব্বানীকে বাইরে রেখে যদি দলের হাইকমান্ডের কোনো নেতাও আওয়ামী লীগের রাজনীতি করতে চাই তাহলে সফল হতে পারবে না। অথচ এমন জননন্দিত ও গণমানুষের নেতা রাব্বানীকে বাইরে রাখায় তৃণমূলে চরম অসন্তোষ বিরাজ করছে। রাব্বানীকে বাইরে রাখায় সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট (মানশিকতা) সৃষ্টি হয়েছে তাতে রাব্বানীকে এখানোই দলে সক্রিয় বরা না হলে আগামি দিনে আওয়ামী লীগের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।

তৃণমূলের অভিমত, রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা আওয়ামী লীগে তার একচ্ছত্র আধিপত্য হারানোর শঙ্কায় রাব্বানী আতঙ্কে রয়েছে ও নিজের বশংবদ সৃষ্টির জন্য রাব্বানীকে বাইরে রেখে প্রাসাদ ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে রাব্বানীর রাজনৈতিক ক্যারিয়ার নস্টের উদ্দেশ্যে তাকে দু’বার উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন দিয়ে প্রার্থী করে কৌশলে বিদ্রোহী প্রার্থীও রাখা হয়েছিল।

তাদের আশাছিল উপজেলা নির্বাচনে দু’বার পরাজিত হলে আওয়ামী লীগের রাজনীতিতে মাহাম পরিবার বা রাব্বানী অধ্যায়ের অবসান হবে। কিšত্ত তৃণমূলের নেতাকর্মীরা এমন প্রাসাদ ষড়যন্ত্রের বিষয়টি উপলব্ধি করতে পারায় তা বুমেরাং হয়ে উঠেছে। ফলে রাব্বানীর জনপ্রিয়তা তো কমেই নি বরং তা বহুগুনে বেড়ে জনপ্রিয়তার শিখরে রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্ররুয়ারী বৃহ¯প্রতিবার তানোর পৌর এলাকার গোল্লাপাড়া ফুটবল মাঠে আওয়ামী লীগের জনসভা আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাদেকুননবী চৌধূরী বাবুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মানুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধূরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরী, আয়েন উদ্দীন এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি,প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও (সাবেক) ছাত্রলীগ সভাপতি সাইফুজ্জামান শেখর, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রমূখ।

খোজ নিয়ে জানা গেছে, বৃহত্তর বরেন্দ্র অঞ্চলে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে প্রয়াত মাহাম পরিবার ও গোলাম রাব্বানির আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে। গোলাম রাব্বানী গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে থেকেছেন সামনের সারিতে দিয়েছেন সফল নেতৃত্ব।

দল ও জনগণের অধিকার রক্ষার তিনি একজন নিবেদিতপ্রাণ, কর্মী, জনবান্ধব, পরীক্ষিত ও লড়াকু সৈনিক। দেশের প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও এবং অর্থ উপার্জনের অনেক সুযোগ থাকার পরেও অবৈধ অর্থের মোহে বা লোভ-লালসার স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম।

এই সংগ্রাম রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচনার সংগ্রাম। তিনি আওয়ামী লীগকে অর্থ নয় মেধার কাছে জিম্মি রাখতে চান। রাব্বানী বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চান। বিপুল জনসমর্থন ও জনপ্রিয়তা থাকলেও আধিপত্য হারানোর ভয়ে তাকে বাইরে রেখেছে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ খাঁন বলেন, তারা কেন্দ্রের কাছে দাবি তুলেছেন তৃণমূলের মতামত ও নেতাদের আমলনামা পর্যালোচনা করে যেনো প্রার্থী দেয়া হয়।

দেখা হয়েছে: 404
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪