|

এইচ টি ইমামের সঙ্গে মেয়র রাব্বানির সৌজন্য সাক্ষাত

প্রকাশিতঃ ১০:৫২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৪, ২০১৮

আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর ও গণমানুষের নেতা গোলাম রাব্বানি আওয়ামী লীগ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রবীণ রাজনৈতিক নেতা এইচটি ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে এইচ টি ইমামের সঙ্গে রাব্বানির সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়ের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আবারো রাব্বানিকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আবার কেউ কেউ এটাকে এমপি নির্বাচনে গোলাম রাব্বানির মনোনয়ন প্রাপ্তির শুভ লক্ষন ও সবুজ সঙ্কেত বলেও অবিহিত করেছেন।

এদিকে তাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাতের পর রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অনেক জৈষ্ঠ নেতা ও আওয়ামী লীগ বিরোধাও আগামি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাম্ভব্য দলীয় প্রার্থী হিসেবে গোলাম রাব্বানিকে নিয়ে আলোচনা-পর্যালোচনা ও চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে।

সূত্র জানায়, চলতি বছরের ২২ ফেব্ররুয়ারী বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর পর্যটন মোটেলে (হোটেল) তাদের মধ্যে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও গোদাগাড়ী উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান একে এম আতাউর রহমান, রাজশাহী-(পবা-মোহনপুর) আসনের সাম্ভব্য প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরা সংগঠক আসাদুজ্জামান আসাদ, রাজশাহীর বাগমারা আসনের সাংসদ প্রকৌশলী এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট মুকবুল হোসেন খাঁ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট ওহাব হোসেন জেমস প্রমুখ।

এদিকে গোলাম রাব্বানির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এএইচএম খায়রুজ্জামান লিটন, আসাদুজ্জামান আসাদ ও গোলাম রাব্বানি নৌকার পক্ষে জনমত গড়ে তোলার জন্য নিজ নিজ এলাকায় গণ-সংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা করার জন্য সবুজ সঙ্কেত দেয়া হয়েছে।

এছাড়াও তাদের বলা হয়েছে তৃণমূলের মতামত, দলীয় নেতা ও কমীসমর্থক এবং ভোটাদের মানসিকতা বিবেচনা করে প্রার্থী দেয়া হবে কোনো অবস্থাতেই মূখ দেখে প্রার্থী দেয়া হবে না। এছাড়াও ওই সৌজন্য সাক্ষাতের সময়ে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের একাধিক জৈষ্ঠ নেতা রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরীর বিরুদ্ধে নানা অভিযোগ উঙ্খাপন করেছেন বলেও প্রচার রয়েছে।

এব্যাপারে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও এমপি মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানি বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাত। তিনি বলেন, তিনি মনোনয়ন প্রত্যাশা করে নৌকার পক্ষে জনমত গড়ে তোলার জন্য নিয়মিত মাঠে প্রচার-প্রচারণা ও গণ-সংযোগ করে যাচ্ছেন। তিনি বলেন, যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তারা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই ভোটের মাঠে কাজ করবেন।

দেখা হয়েছে: 531
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪