|

প্রসূতি মায়ের রক্তমাখা সদ্যোজাতক উদ্ধার

প্রকাশিতঃ ১১:৫৭ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

বাঁশের পাতার শন শন আওয়াজ। আওয়াজ ভেদ করে ভেঁসে আসে সদ্যোজাত শিশুর কান্না। কান্নার উৎস খুঁজতে বের হন এক নারী। তিনি বাঁশ ঝাড়ের ভেতরে গিয়ে দেখতে পান অবাক করা এক দৃশ্য। সদ্যপ্রসূত রক্তমাখা ও নাভী তখনো কাটা হয়নি এমন এক শিশুকে কে বা কারা সেখানে ফেলে গেছে।

খবর দেওয়া হয় থানা-পুলিশকে। তারা এসে শিশুটিকে বাঁশঝাড় থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করায়। এভাবেই পরিত্যক্ত এক শিশুর আপাতত জীবন রক্ষা হয়। শিশুটিকে দেখার জন্যে মানুষের ভিড় জমে ওঠে।

শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফ্‌ফপুর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের এক বাঁশঝাড়ের ঝোপে। বৃহস্পতিবার ভোরে কাছাকাছি মসজিদে নামাজ পড়ে ফেরার সময়ে কান্নার আওয়াজ শুনতে পান মুসুল্লিরা।

হয়তো কোনো নারী তাঁর সদ্যোজাত শিশুটিকে সেখানে ফেলে যায়। কাকতালীয়ভাবে শিশুটিকে উদ্ধারও করেন অপর এক নারী। আর থানায় নিলেও সেখানে এক নারী কনস্টেবলও কিছুটা সময় সেবাযত্ন করার সুযোগ পান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বানিয়াগাতি গ্রামের সড়কের পাশে একটি বাঁশঝাড়ের ময়লা আর্বজনার ঝোপে এক সদ্যোজাতকের কান্নার শব্দ শোনেন পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরে যাওয়া কয়েকজন মুসল্লি। এক পর্যায়ে কাছে গিয়ে দেখতে তাঁরা দেখতে পান একটি কাপড়ে মোড়ানো সদ্যোজাতক। তখনো তার নাভী কাটা ছিল না। শরীরের বিভিন্ন স্থানে ছিল প্রসূতি মায়ের রক্তমাখা। এই অবস্থায় মিনা আক্তার (৫০) নামে এক নারী সদ্যোজাতককে (ছেলে) উদ্ধার করে বাড়িতে নেন।

পরে তাকে সেবা শ্বশ্রুসা করে থানায় খবর পাঠানো হয়। এর মধ্যে নবজাতকের খবর পেয়ে গ্রামের শত শত নারী পুরুষ এক নজর দেখতে মিনার বাড়িতে ভিড় জমায়। কেন্দুয়া থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় আনেন। সেখানে নারী কনস্টেবল রুমির তত্ত্বাবধানে রেখে দুপুরের পর কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। বর্তমানে হাসপাতালে শিশু বিভাগে শিশুটির চিকিৎসা চলছে। পাশে রয়েছেন সেই মিনা আক্তার।

মিনা আক্তার জানান, তিনি গরিব মানুষ। তাঁর স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। তিন ছেলে এক মেয়ে স্কুল-কলেজে পড়ে। এই অবস্থায় এই শিশুটিকে তিনিই লালন-পালন করার ইচ্ছা পোষণ করছেন। তবে বৃহস্পতিবার ৬টার পর ওই শিশুটিকে হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহম্মেদ ও ওসি সিরাজুল ইসলাম। ওই সময় ইউএনও শিশুটির নাম দেন স্বাধীন আহম্মেদ। সেই সঙ্গে শিশুটির জন্ম নিবন্ধনের কাজটি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ সময় শিশুটিকে লালন পালন করতে আগ্রহ প্রকাশ করতে হাসপাতালে ছুটে আসেন অনেকেই। হাসপাতাল অভ্যন্তরেই শিশুটিকে নিতে প্রতিযোগীতায় নামেন প্রায় হাফ ডজন দম্পত্তি। তাঁরা সকলেই শিশুটিকে অনেক সহায় সম্পদ লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিশুটিকে নিতে আগ্রহ প্রকাশ করছেন।

এই অবস্থায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয় আজ (শুক্রবার)শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া ব্যবস্থা করতে। পরে আদালতের মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেখা হয়েছে: 463
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪