|

এসএসসি পরীক্ষা দিতে এসে মা হলেন পরীক্ষার্থী!

প্রকাশিতঃ ৯:১০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০১৮

অনলাইন বার্তাঃ

দিনাজপুরের বোচাগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে শিলা আক্তার নামে এক ছাত্রী মা হয়েছেন। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে শিলা পরীক্ষা দিতে এসলে এ ঘটনা ঘটে।সে জেবি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার এসএসসি রোল নং- ৬৬৮১৫৮।

শিলা আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মোঃ মামুন এর সাথে এক বছর আগে বিয়ে হয় শিলা’র। গর্ভবতী অবস্থায় গত বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলার বি- সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন মাঝামাঝি সময়ে প্রসব বেদনা উঠলে শিলাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক ভাবেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় শীলা আক্তার।

বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের ৭ নম্বর বেডে মা ও ছেলে দু’জনই সুস্থ্য আছেন বলে চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম জানান ।

এদিকে কেন্দ্র সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, পরীক্ষা শুরু’র কিছুক্ষন পরই ওই ছাত্রীর প্রসব বেদনার কথা জানতে পেরে আমরা তাকে সুচিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরন করি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সুত্র লাস্টনিউজবিডি

দেখা হয়েছে: 469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪