|

দেশের সেবায় ভূমিকা রাখাই শিক্ষার্থীদের মুল উদ্দেশ্যঃএমপি এনামুল

প্রকাশিতঃ ১:২০ পূর্বাহ্ন | মার্চ ১৮, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী ৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও সালেহা-ইমরত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শুধু ভালো লেখা করায় একজন শিক্ষার্থীর মূখ্য উদ্দেশ্য নয়। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করা প্রয়োজন।

দেশের সেবায় ভূমিকা রাখা প্রতিটি শিক্ষার্থীর মূখ্য উদ্দেশ্য হওয়া উচিত। শনিবার সকাল ৯ টায় ভবানীগঞ্জ নিউমার্কেট মিলানায়তনে সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ১০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার তিন শত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিগত ১৩ বছর থেকে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির জন্য গত ২০০৬ সালে এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা। গত ১৩ বছরে কৃতিদের সংখ্যা ৮৫ জন থেকে এখন বেড়ে দাড়িয়েছে প্রায় ১৫গুন।

২০১৬-১৭ সালে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানানো হচ্ছে। আর কৃতিদের কৃতিত্বের নেপথ্যে রয়েছে সালেহা ইমারত ফাউন্ডেশন। দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি কোন প্রকার খারাপ কাজ বা রাষ্ট্র বিরোধী কোন কাজে নিজেকে না জড়ানোর শপথ নিলেন ১ হাজার ৩শত শিক্ষার্থী।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালানয় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ, সাংসদের কন্যা ফারহানা হক তান্নি, ছেলে ক্ষুদে বিজ্ঞানী মুসতাসিন হক তাজদিদ, শিক্ষার্থীদের মধ্যে শাহরিয়ার ইসলাম নাফিজ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, সদস্য জাহানারা বেগম, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গলসহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

দেখা হয়েছে: 439
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪