|

পৌরকর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ভোগান্তিতে পৌরবাসী

প্রকাশিতঃ ৩:৪০ পূর্বাহ্ন | মার্চ ১৫, ২০১৮

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে সরকারি কোষাগার থেকে তাঁদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা দেওয়ার দাবিতে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভাসহ সারাদেশের ৩২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চলছে দাবি সরকার না মানা পর্যন্ত কর্মবিরতি অন্দোলন।

কর্মবিরতির কারনে তাহেরপুর পৌরসভায় পৌরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে তালাবদ্ধ রেখে ঢাকায় চলে গেছেন। এতে করে সেবা নিতে আসা পৌরবাসী চরম বিপাকে পড়েছেন। পৌর কর্মকর্তারা বলছেন সরকার আমাদের দাবি না মানায় পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এতে করে নাগরিক সেবা নিতে আসা পৌরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

এছাড়াও পৌরসভার সড়ক গুলো সন্ধ্যা থেকেই থাকে অন্ধকারচ্ছন্ন। কর্মবিরতির প্রথমদিন থেকেই পৌরসভার রোডলাইন (রাস্তার বাতি) বন্ধ করে দেওয়া হয়। এতে সমস্যায় পড়েন সকল শ্রেনীর পৌর নাগরিক বৃন্দ।

এছাড়া সেবা নিতে আসা পৌরবাসীরা বলেন,জন্ম নিবন্ধন,ওয়ারিশন সার্টিফিকেট,ট্রেড লাইসেন্সের জন্যে পৌরসভায় আসলে পৌরসভায় তালাবদ্ধ থাকায় প্রতিষ্ঠানের সব দাপ্তরিক কর্মকান্ড বন্ধ ছিল। তাই তারা আবারও খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আর কর্মবিরতির জন্য পৌরসভায় সেবা নিতে আসা জনসাধারণ পড়েছেন বিপাকে।

এবিষয়ে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা কার্যকারী সদস্য জাহাঙ্গীর আলম বলেন,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এলজিইডি,ডিপিএইচই,ওয়াসা,সমবায় অধিদপ্তর ও উপজেলা পরিষদসহ অনেক প্রতিষ্ঠানের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা,পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্তু পৌরসভার পর্যাপ্ত তহবিল না থাকায় কর্মচারীদের বেতনসহ অন্যান্য সুবিধাদি নিয়মিত পাচ্ছে না।

তাছাড়া পৌরসভার আর্থিক সংকটের কারণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। নিয়মিত বেতন-ভাতাদি না পেয়ে অনেক কর্মকর্তা-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে।

এছাড়াও তারা এক দেশে দুই নীতি মানি না,মানব না আমাদের দাবি সরকার না মানা পর্যন্ত আমরা এবং সারাদেশের পৌর কর্মকর্তা-কর্মচারীরা এক যুগে এ অন্দোলন চালিয়ে যাব।

দেখা হয়েছে: 585
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪