|

ময়মনসিংহে বড়ভাইদের ছত্রছায়ায় বেপরোয়া শতাধিক গ্যাং গ্রুপ

প্রকাশিতঃ ৯:১৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ:
দেশের নবগঠিত অষ্টম বিভাগীয় নগরী ময়মনসিংহ ও আশপাশের এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে নগরীতে দাপিয়ে বেড়ানো শতাধিক কিশোর-যুবক অপরাধী গ্যাং গ্রুপ।

বিভাগীয় শহরসহ আশপাশের এলাকায় বেপরোয়াভাবে অস্ত্র স্বসস্ত্রসহ সমাজবিরোধী অপরাধ কর্মকান্ড, খুন, অপহরণ, মারধর, চাঁদাবাজী সহ এমন কোন অপরাধ নেই যা তারা করছে না। মাদকের সঙ্গেও রয়েছে কিশোর গ্যাং গ্রুপগুলোর নিরব সম্পর্ক। সম্প্রতি নগরীতে অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় ও কয়েকটি খুনের পর কিশোর গ্যাং গ্রুপগুলোর নাম উঠেছে জোরেশোরে।

এদের অনেকে পুলিশের হাতে ধরাও পরেছে। বেড়িয়ে এসেছে রহস্যময় বড়ভাইদের নাম। তারা অনেকেই রাজনৈতিক দলের নেতা। দেরিতে হলেও পুলিশ প্রশাসন এই অপরাধী চক্রের সদস্যদের নামের তালিকা তৈরিতে নেমেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও অপরাধীদের ধরতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন জেলার প্রতিটি থানা ও পুলিশ ফাড়িঁর দায়িত্ববান চৌকশ কর্মকর্তাদের।

স্বরেজমিন জানা যায়,ময়মনসিংহ নগরী ও শহরতলীর প্রতিটি এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং গ্র“প রয়েছে। কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাদের গডফাদাররা ফোনে তদবির করে বসেন! তাই পুলিশ গ্যাং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সংশয়ে ভুগছে। এলাকায় আধিপত্য বিস্তারের অশুভ উদ্দেশ্যে উত্থান হয়েছে এসব গ্যাং গ্র“পের ।

ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক কিশোর গ্যাং গ্রুপ। খুনখারাবী, চাঁদাবাজী ও মাদক ব্যবসায় নিয়োজিত করছে এই গ্যাং গ্রুপদের। গ্রুপের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের তথাকথিত রাজনীতিক নেতা ও গডফাদারদের আশ্রয়-প্রশ্রয়ে নগরীতে অপরাধ জগতে পা রাখছে।

সমাজবিরোধী অপরাধে স্কুল ও কলেজে একাধিক গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এরা বই, খাতা ও স্কুল বেগ নিয়েই বড়ভাইদের ডাকে চলেযায় মিছিল মিটিংয়ে। খেলা কিংবা অন্যান্য বিষয়ে পান থেকে চুন খসলেই এরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে। বিভিন্ন ধরনের মাদক ও অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে গ্রুপগুলোর বিরুদ্ধে।

বড়ভাইয়ের আশীর্বাদ পুষ্টরা যে কোন সময় পেয়ে যায় অস্ত্র! কিছু কিছু গ্রুপের বিরুদ্ধে ধর্ষণ, মেয়েদেরকে আঘাত, ইভটিজিং ও ছিনতাই করার অভিযোগও থানায় মামলাও রয়েছে। সামান্য বিষয় নিয়েও গ্যাং গ্র“পগুলোর সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। নানা ধরনের সন্ত্রাসে এরা পারদর্শী।

ময়মনসিংহে আইনশৃঙ্খলার জন্য কিশোর গ্যাং গ্রুপের তৎপরতা নিঃসন্দেহে উদ্বেগের। এতে করে অভিভাবক মহলও আতংক গ্রস্থ। এহেন কর্মকান্ডের সঙ্গে তথাকথিত ছাত্র সংগঠনগুলোর সংশ্লিষ্টতাও দুর্ভাগ্যজনক! নগরীতে ছিনতাইকারীদের হাতে কলেজ ছাত্র হত্যাকান্ড ও ছাত্রীদের উপর আক্রমন ক্রমান্বয়েই বেড়েই চলেছে।

পুলিশ, গ্যাং গ্রুপগুলোর তৎপরতা রোধে তালিকা তৈরির যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। সম্প্রতি শহরতলীর ঘাগড়া চৌরাস্তা বাজারে যুবক সন্ত্রাসী ফরহাদের অস্ত্রের মহরা দেখে গুটা বাজারে দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। অপর দিকে শহরের পাটগুদাম নিউ কোলনি এলাকায় গত ৩০ জানুয়ারী ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর ও যুবক বাহিনীর সুমন, শরিফ, সোহান, আপেল অজ্ঞাত ৮/১০ জন মিলে নিউ কোলনীর সেলিমের বাড়ীতে হামলা চালায়। তারা বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর করে মালামাল লুটে নেয়।

এ ব্যাপারেও কোতোয়ালী থানায় অভিযোগ করলে এসআই হাফিজুর রহমান ঘটনাস্থল তদন্ত করেন। তবে এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজসহ অভিভাবক মহল।

জানাযায়, নগরীর জয়নুল উদ্যান পার্ক, কাচিঝুলীমোড়, হামিদ উদ্দিন রোড, ইটাখলা, তিনকোণা ও জামতলা মোড়, আনন্দমোহন কলেজ রোড, টাউনহলমোড়, সানকি পাড়া রেলক্রসিং, সানকিপাড়া শেষমোড়, জিলা স্কুল মোড় ও এর পিছনের গলি, গোলকিবাড়ী, সেনবাড়ী, আকুয়া ভাঙ্গাপুল, বাইপাসমোড়, পুলিশ লাইন, কাঠগোলা, খাগডহর ঢোলাদিয়া, বাকৃবি এলাকা, কেওয়াটখালি, দিঘারকান্দা, পাটগুদাম ব্রীজমোড়, শম্ভগঞ্জ এলাকা, কালিবাড়ী, চরপাড়া, মাসকান্দা, গণসার মোড়, রামকৃষ্ণ মিশন রোড, ছএিশবাড়ী কলোনীসহ প্রতিটি এলাকায় শতাধিক কিশোর গ্যাং গ্রুপরে তৎপরতা। যাদের সঙ্গে রয়েছে অপরাজনীতির সংশ্লিষ্টতা।

জেলার আইনশৃঙ্খলার স্বার্থে সেসব ক্ষেত্রেও পুলিশ প্রশাসনকে নজর দিতে হবে। তথাকথিত বড়ভাই ও নেতাদের এবং গডফাদারদেরও আইনের আওতায় আনতে জোড়ালো দাবি ময়মনসিংহের সচেতন নাগরিক ও সাধারণ মানুষের।

দেখা হয়েছে: 709
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪