|

ময়মনসিংহে ব্যবসায়ী অপহরণের শিকার

প্রকাশিতঃ ১০:৩৬ অপরাহ্ন | মার্চ ০৮, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের গৌরীপুরের শাহজাহান মিয়া (৩৭) নামে এক মৎস্যব্যবসায়ী নান্দাইল থেকে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের শিকার ব্যবসায়ীর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিকেলে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে অপহৃতের পরিবার।

শাহজাহান মিয়া গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে। তিনি শিবপুর বাজারের কাছেই সামিউল মৎস্য হ্যাচারির মালিক।

জানা গেছে, শাহজাহান মঙ্গলবার দুপুরে নান্দাইলে যান বকেয়া টাকা পরিশোধের তাগাদা দিতে। নান্দাইলের শিয়ালধরা এলাকার একটি বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেন তিনি। পরে কাজ শেষে বিকেল সাড়ে ৫ টার দিকে স্ত্রী সুমাইয়া আক্তারকে মুঠোফোনে জানান এক ঘণ্টার মধ্যে বাড়িতে ফিরবেন। দীর্ঘসময় পরেও বাড়িতে না ফেরায় শাহজাহানের মুঠোফোনে খোঁজ নেওয়ার চেষ্টা করেন স্ত্রী সুমাইয়া। কিন্তু শাহজাহানের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও শাহজাহানের অবস্থান জানতে পারেনি পরিবার। এরই মধ্যে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সুমাইয়ার মুঠোফোনে শাহজাহানের ফোন থেকে একটি কল আসে। তখন বলা হয়- ‘আমাকে ফেরত পেতে তিন লাখ টাকা রেডি কর।’ কণ্ঠটি ছিলো শাহজাহানের। তবে ওই সময় তাকে খুব আতঙ্কগ্রস্থ মনে হচ্ছিল বলে জানিয়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার। এর পরই বন্ধ করে দেওয়া হয় ফোনটি।

এর পর বেলা ১২ টার দিকে ফের শাহজাহানের নম্বর থেকে স্ত্রীকে ফোন করা হয়। এবার অপরিচিত পুরুষ কণ্ঠে এক ব্যক্তি বলেন- ‘টাকা রেডি হয়েছে ? এই বিকাশ নম্বরে পাঠিয়ে দিন।’ এর পর ফের ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

এর পর পরিবারের লোকজন গৌরীপুর থানায় যান। বিষয়টি দায়িত্বরত পুলিশকে জানানো হলে ঘটনাস্থল নান্দাইলে যেতে বলা হল পরিবারের সদস্যদের। পরে বিকেলে নান্দাইল মডেল থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেন শাহজাহানের বোন শামিমা আক্তার।

শাহজাহানের মামা মো. হারুন অর রশিদ জানান, বকেয়া টাকা আদায়ের জন্য নান্দাইল গিয়েছিলো তার ভাগিনা। কিন্তু বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। মুঠোফোনে তিন লাখ টাওয়া চাওয়া হচ্ছে। নিজের ভাগিনাকে অক্ষত ফেরত চান তিনি।

নান্দাইল মডেল থানার ডিউটি অফিসার এএসআই মো. খোরশেদ আলম বলেন, অপহরণের বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেখা হয়েছে: 387
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪