|

ময়মনসিংহে নৌকার বিজয় ছিনিয়ে আনার আহ্বান, রানী এমপি

প্রকাশিতঃ ৮:০০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৭, ২০১৮

মোঃ কামাল হোসেন ,ময়মনসিংহঃ

ময়মনসিংহে জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছাঃ ফাতেমা জহুরা রানী এমপি বলেছেন, দেশরত্ন প্রধানমন্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। সেই সাথে জেলা মহিলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগ উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দের প্রতি তিনি এ আহ্বান জানান।

এসময় রানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দলের যাকেই নৌকা প্রতীক দেবেন তাকে বিজয়ী করা আমাদের নৈতিক কর্তব্য। এই প্রশ্নে কোন দ্বিমত থাকার অবকাশ নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে এক সাঙ্গে কাজ করে যাবো ইনশাল্লাহ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরজাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও আমোকসুর সাবেক ভিপি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, মহিলা আওয়ামীলীগ নেত্রী জিন্নাত রেহানা প্রমুখ।

পরে আলোচনা শেষে নেতাকর্মীদের নিয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের করেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয় দলীয় কার্যালয়ে। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্তিত বক্তারা বলেন, দলীয় আদর্শিক ঐক্যকে সুদৃঢ় করতে হবে। দলে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এটাই গণতন্ত্র। কিন্তু সেই প্রতিযোগিতা যেন শিষ্টাচার বহির্ভূত না হয়।

তারা আরও বলেন, ময়মনসিংহের জেলা ও নগরীতে সাংগঠনিকভাবে মহিলা আওয়ামী লীগ সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আগামী একদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে সকলকে প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেখা হয়েছে: 388
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪