|

ময়মনসিংহে ককটেলসহ ৪ বোমা উদ্ধার

প্রকাশিতঃ ৭:২৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি পেট্রল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা ৮ ফেব্রুয়ারীকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এই পেট্রল বোমা গুলো বিএনপি’র দূর্বৃত্তরা ওই স্থানে রেখে যেতে পারে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ) বিকাল ৫ টার দিকে পৌর বাসস্ট্যান্ড এলাকার টেকনিক্যাল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই বোমা উদ্ধার করে গৌরীপুর থানা পুলিশ।

ময়মনসিংহে ককটেলসহ ৪ বোমা উদ্ধার

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রাস্তার পাশে থাকা বাউন্ডারীর সাথে সারিবদ্ধ ভাবে ৪ টি পেট্রল বোমা দেখতে পায় পথচারীরা। পরে এই বোমা দেখে আশপাশের লোকজন জড়ো হতে থাকে।

মুহুর্তে বোমা আতঙ্ক ছড়িয়ে উপজেলা শহরে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৪ টি তাজা পেট্রল বোম উদ্ধার করে। তবে পেট্রল বোমা ও ককটেল উদ্ধারের পর থেকেই উপজেলা শহরে আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে পৌর বাসস্ট্যান্ড এলাকার টেকনিক্যাল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ পেট্রল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এঘটনার পর থেকে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

ময়মনসিংহে ককটেলসহ ৪ বোমা উদ্ধার

দেখা হয়েছে: 564
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪