|

ময়মনসিংহে যুবদলের মিছিল পন্ড, পুলিশের গুলি

প্রকাশিতঃ ৬:৫৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ময়মমসিংহে যুবদল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বের হওয়ার পরপরই পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দেয়।

তখন মিছিল পন্ড হয়ে ছত্রবঙ্গ হয়ে পড়ে। এসময় পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মিছিলের নেতৃত্বদেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও সাবেক জেলা যুবদলের সভাপতি এমামুল হক লিটন আকন্দ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) বিকেলে নগরীর নতুন বাজার জিলা স্কুল মোড়ে এঘটনা ঘটে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন নগরীর ২ নং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সজিব আহমেদ।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানসহ অন্যদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পর নগরীতে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে রায় ঘোষণার পর ময়মনসিংহবাসীর মধ্যে উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। নগরীর অধিকাংশ সড়কেই যান চলাচল অনেক কমে গেছে। যানজট আর জনজটের নগরী ময়মনসিংহ এখন অনেকটাই ফাঁকা। সড়ক, পাড়া, মহল্লার অলিগলির অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। এছাড়া অফিস ও প্রয়োজনীয় কাজ শেষ করে উৎকণ্ঠার মধ্যে দ্রুতই বাসায় ফিরতে দেখা গেছে নগরবাসীদের।

দুপুরের পর থেকে নগরীর ব্যস্ততম গাঙ্গিনাপাড়, নতুন, বাজার, টাউন হল মোড়, জিলা স্কুল মোড়, পাটগুদাম ব্রিজ মোড় ও চরপাড়া মোড় এলাকার রাস্তাগুলোতে কমে গেছে গাড়ি চলাচল।

ময়মনসিংহে যুবদলের মিছিল পন্ড, পুলিশের গুলি

অন্যদিকে রায় ঘোষণার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সড়কে সড়কে শোডাউন দিতে দেখা গেছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সন্দেহভাজনদের ব্যাগ ও শরীর তল্লাশি হচ্ছে। রায় পরবর্তী যে কোনও ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর তারা। তবে সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ও র‍্যাবের জোরদার রয়েছে। তারা দফায় দফায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে মহড়া দিচ্ছে বলে জানা গেছে।

দেখা হয়েছে: 423
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪