|

ময়মনসিংহে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশিতঃ ১০:২১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৪, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগীরতে নুর আলম (৩৫) নামে এক পুলিশ কনেস্টেবল রশিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। তিনি জামালপুর সদর উপজেলার রঘুনাতপুর গ্রামের কালু মিয়ার ছেলে বলে জানা গেছে । সে কোতুয়ালী মডেল থানায় কর্মরত ছিল বলে নিশ্চিত করেছেন ওসি মাহমুদুল হাসান।

শনিবার (২৪ ফেব্রুয়ারী ) রাতে নগরীর জামতলা পুড়াবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসার ৩য় তলার বেড রুম থেকে তার মরদেহ উদ্ধার করে কোতুয়ালী পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী জানান, নুর আলমের স্ত্রী তার দুই সন্তান নিয়ে বাপের বাড়ী বেরাতে গিয়ে ছিল। সে দীর্ঘ ৩ বছর যাবত কোতুয়ালী মডেল থানায় কর্মরত ছিল। শনিবার সকাল থেকে থানায় ডিউটির জন্য সে যায়নি। পরে সন্ধ্যায় ওসি খোঁজ নিতে তার বাসায় এক পুলিশ সদস্য পাঠান।

বাসার দরজা বন্ধ ও কোন সাড়া শব্দ না পেয়ে আবার থানায় ফোন দেয় ওই পুলিশ। পরে ওসি এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী নিয়ে দরজা ভেঙে বাসায় প্রবেশ করে। তখন নুর আলমের মরদেহ রশিতে ঝুলতে দেখতে পায় ওসি ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এসময় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, খবর পেয়ে আমি নিজেও ঘটনস্থলে এসে লাশ দেখতে পেয়েছি। সে কি কারনে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সুসাইড নোটে উল্লেখ করা আছে, যে আমার মৃত্যুর জন্য আমার বউ দায়ী নয়। আমার সংসারে অভাব অনটনের জন্যই আমি আত্মহত্যা করেছি।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক ) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত শেষে বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 789
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪