|

ময়মনসিংহে র‍্যাবের হাতে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৭, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রাব্বি হোসেন পাপ্পুকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকালে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লক্ষ্য টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। সে নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ভোর রাতে নগরীর সানকিপাড়া নতুনপল্লী এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি জানান, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর সানকিপাড়া নতুন পল্লী এলাকার স্থানীয় বাসিন্দা মোফাকারুল ইসলামের ভাড়াটিয়া পাপ্পু অবৈধভাবে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। পরে সেই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ভোররাত সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলা কালীন সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী রাব্বি হোসেন পাপ্পু (২০)। পরে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় পাপ্পুর দেহ তল্লাশী করে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২ লক্ষ্য টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করে র‍্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য রয়েছে ৬০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক কোতুয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে ময়মমসিংহের একটি আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 533
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪