|

ময়মনসিংহে এএসপি সাখেরের বিদায় সংবর্ধনা

প্রকাশিতঃ ১:১৬ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৭, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা থানার সদ্য বিদায়ীপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ( এএসপি) সার্কেল মোঃ সাখের হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা দিলেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে সদ্য পদন্নতী পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এখন ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল সার্কেল হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ) রাতে তারাকান্দা থানার ওসি মাজহারুল হকের উদ্যোগে থানা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় থানার সকল পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সাখের হোসেন সিদ্দিকী দীর্ঘদিন যাবত ফুলপুর ও তারাকান্দা থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেলের দায়িত্ব পালন করেছেন। তিনি এই দুই থানার দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশের ব্যাপক শুনাম অর্জন করেন।

দুই উপজেলার গরীব, অসহায় সাধারন মানুষের জন্য এই কর্মকর্তার ধরজা সব সময় খোলা ছিল। বাল্য বিবাহ থেকে শুরু সাধারন মানুষের জন্য নির্লস ভাবে কাজ করে গিয়েছেন। পাশাপাশি কমলমতি শিশু শিক্ষার্থীদের জন্যও তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন।

পুলিশের এই কর্মকর্তা পদন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হয়ে এখন ময়মনসিংহের গৌরীপুর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ ৩ থানার সার্কেলের দায়িত্ব পেয়েছেন বলে নিশ্চিত করেছেন, তারাকান্দা থানার ওসি মাজহারুল হক।

এদিকে ওসি জানান, আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে বিএনপি’র নেতাকর্মীদের নাশকতা এরাতে তারাকান্দা থানা এলাকায় ইতি মধ্যেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যে কোন নাশকতা এরাতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করে যাচ্ছে বলেও ওসি মাজহারুল হক জানিয়েছেন।

দেখা হয়েছে: 484
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪