|

ময়মনসিংহে শিক্ষককে হুমকি, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রকাশিতঃ ৮:৫৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে হাত, পা ভেঙ্গে হত্যার হুমকি দেয়ায় ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (২৬ ফেব্রুয়ারী ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান ফটকের সামনে থেকে জসীমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত
করেছেন।

অন্যদিকে জানা যায়, সোমবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে গভর্নিং বডির চেয়ারম্যানকে হত্যার হুমকি, বহিরাগত হয়েও ক্যাম্পাসে অবাধ বিচরনের প্রতিবাদে জসীমের বিরুদ্ধে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত রবিবার প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন তার দলবলসহ অফিসে গিয়ে হাত পা ভেঙ্গে হত্যার হুমকী দেয়।

এছাড়াও বিভিন্ন সময় জসীম বাহিনী কলেজে এসে শিক্ষক শিক্ষার্থীদের নানা কারণে ভয় ভীতি ও হুমকীসহ কলেজে আসতে নিষেধ করে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।

দেখা হয়েছে: 431
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪