|

নীলফামারীতে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইন শুরু

প্রকাশিতঃ ৭:০৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ শ্লোগান নিয়ে বুধবার(২৮শে ফেব্রুয়ারী) দুপুরে নীলফামারীতে শুরু হয়েছে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইন। জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ টোয়েন্টিফোর ডট কম আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এ উপলক্ষে সেখানে আলোচনা সভা, ভোটিং কার্যক্রম ও বর্ণাঢ্য শোভযাত্রাও বেড় করা হয়।

আলোচনা সভায় জাগো নিউজের জেলা প্রতিনিধি জাহেদুল ইসলামের সভাপতিত্বে বৈশাখি টিভির জেলা প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য ইসারাত জাহান পল্লবীর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন নীলফামারীর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ভুবন রায় নিখিল, এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন, ডিবিসি নিউজের রিনি সরকার. ৭১ টিভিব বিজয় চক্রবতী কাজল, মানবকন্ঠের জেলা প্রতিনিধি নুর আলম, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশারেফ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে নিজের ভোট প্রদানের মধ্য দিয়ে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। পরে সেখানে উপস্থিত সকলেই ভোট প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘জাতিসংঘে বর্তমান চালু থাকা ছয়টি ভাষার পাশাপাশি সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা অর্ন্তভূক্ত করতেই হবে। তাই প্রতিটি বাঙালির উচিত জাগো নিউজের এই কার্যক্রমে অংশ নিয়ে ভোট প্রদান করা’।

দেখা হয়েছে: 514
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪