|

বেনাপোলে মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা

প্রকাশিতঃ ৯:২০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বেনাপোল নোম্যান্সল্যান্ড বাংলাদেশ ও ভারত একসাথে বঙ্গবন্ধু শেখ মুজিব ২১মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দুই বাংলার আমন্ত্রিত অতিথিরা ও হাজার হাজার জনতা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দুই বাংলার মানুষ একই মঞ্চে গাইলেন বাংলার জয়গান। নেতারা হাতে হাত রেখে উর্ধ্বে তুলে ধরলেন বাংলাকে।নোম্যান্সল্যান্ডে এভাবেই কাটালেন দুই বাংলার বাংলা ভাষা প্রেমী মানুষ।

এছাড়া আয়োজন স্থলে বর্ণমালা গ্যালারি, রক্তদান কর্মসূচি রয়েছে। যা ভাষা উৎসবকে প্রাণবন্ত এবং দুই বাংলার মানুষকে আরও বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত করে।বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি ও বেনাপোল পৌরসভা ও বনগাঁ পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব২১ মঞ্চে বাংলাদেশের পক্ষে ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুল হক ও জেলা অতি: পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার (বিপিএম, পিপিএম) ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

ভারতের পক্ষে ছিলেন-পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বঁনগা লোকসভার সংসদ সদস্য শ্রীমত্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি রেহেনা খাতুন ও শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জী, বঁনগা (দক্ষিণ) বিধানসভা বিধায়ক শ্রী সুরজিৎ বিশ্বাস ও (উত্তর) শ্রী বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক ও জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের সদস্য শ্রী গোপাল শেঠ।

বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে দিনভর দুই বাংলার আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে আবৃতি, নৃত্য ও দেশত্ব বোধক গান করেন।

দেখা হয়েছে: 454
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪