|

ময়মনসিংহের শিক্ষার্থী ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ

প্রকাশিতঃ ১১:১৯ অপরাহ্ন | মার্চ ০৬, ২০১৮

আবু রাইহান, ত্রিশালঃ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভারতের ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তিন শিক্ষার্থী মৌমিতা বিশ্বাস, কানিজ খন্দকার মিতু, তমালিকা দাস।

গত দুই থেকে ছয় মার্চ পর্যন্ত ভারতের পশ্চিম প্রদেশের গুজরাতে গণপাত ইউনিভার্সিটিতে অন্য দশটি দেশের শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন সংগীত বিভাগের এই তিন শিক্ষার্থী।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে।

ভারত পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মরিশাস ও আফগানিস্তানের শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনমসহ চার সদস্যের প্রতিনিধি দল এ উৎসবে যোগ দিয়েছেন। লোক সংগীত, ক্লাসিক্যাল গান ও নাচে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

দেখা হয়েছে: 382
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪