|

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতাঃ মেয়ের পরীক্ষায় অংশগ্রহন

প্রকাশিতঃ ১০:৩৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

এস.এ.সুমন,স্টাফ রিপোর্টারঃ

মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত পিতাঃ মেয়ের পরীক্ষায় অংশগ্রহন। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়।

বৃহস্পতিবার সকাল ৯টা। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল রাতোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার মোটরসাইকেল যোগে বাবার সাথে এসএসসি পরীক্ষা দিতে বের হয়। নেকমরদ কলেজ সংলগ্ন গরগাও জোড়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনার শিকার হয় বাবা ও মেয়ে। এতে সুমির বাবা আঃ রহিম (৪৭) গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন সুমির বাবাকে বেগতিক অবস্থায় উদ্ধার করে নেকমরদ বাজারে নিয়ে আসলে সেখানে তাকে ডা. আলতাব হোসেন মৃত ঘোষণা করেন।

এদিকে পথচারীরা বাবার মৃত্যুর কথা বুঝতে না দিয়ে চিকিৎসার অজুহাত দেখিয়ে সুমিকে কৌশলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষা দেওয়ার জন্য। তার রোল নম্বর ৬৭৩৯৫৫। “ইসলাম ও নৈতিক শিক্ষা” পরীক্ষা শেষে সুমিকে স্কুল কর্তৃপক্ষ বাসায় পৌঁছে দেন। ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত আঃ রহিম উপজেলার গরগাও গ্রামের মৃত উপজেলার রাতোর ইউনিয়নের আটকোরা গ্রামের থেবদেরু মোহাম্মদের ছেলে।

দেখা হয়েছে: 410
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪