|

স্বামীর অমানবিক নির্যাতনে ২ শিশু সন্তানসহ পিত্রালয়ে

প্রকাশিতঃ ২:৫৯ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

মোঃ তোফাজ্জল হোসেন, পঞ্চগড়ঃ-

যৌতুকের দাবী মেটাতেনা পেরে স্বামীর অমানবিক নির্যাতনে দুই শিশু সন্তানসহ রংপুর থেকে সহিদা বর্তমানে পঞ্চগড়ে পিত্রালয়ে। প্রতিকার চেয়ে আদালতে মামলা করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ৮নং ব্লকের বাচ্চু মোহাঃএর মেয়ে সহিদা বেগমের সাথে রংপুর শহরের তমিজ উদ্দীনের ছেলে মকছেদুল মোমিন এর গত ২০/০৭/২০০২ইং সালে ৩০ হাজার ২৫ টাকা দেন মোহর নির্ধারণ করে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। বিয়ের পরে তাদের সংসারে তিন সন্তানের জন্ম হয়। মসলিমা (৮) স্বাধীন (৫), সাঈদ (১)।

বিয়ের সময় দান স্বরুপ জামাইকে এক লক্ষ টাকা দিয়েছেন বলে সহিদার বাবা বাচ্চু মোহাঃজানান। তিন সন্তানের জননী হওয়ার পরেও যৌতুকের জন্য নানা ভাবে চাপ দেয় স্বামী বলে জানান মামলার বাদীনি সহিদা বেগম। আবারো এক লক্ষ টাকা না দিলে নানা ভাবে নির্যাতন নেমে আসতো।

ফলে বাদীনি কিছুদিন পুর্বে পিত্রালয়ে চলে আসেন। আবারো স্থানীয় গণ্যমান্যদের নিয়ে যৌতুক দাবী করবেনা মর্মে লিখিত অঙ্গীকার করে গত ০৪/১২/১৭ইং তারিখে স্ত্রীকে রংপুরে নিয়ে যায়। আবারো শুরু হয় জুলুম নির্যাতন। স্বামী মোমিনের বক্তব্য পরিস্কার যৌতুক ছাড়া কোন আপোষ হবেনা বলে মন্তব্য করেন স্ত্রী ও মামলার বাদীনি সহিদা বেগম।

সহিদা বেগম বলেন, তাই বাধ্য হয়েই মসলিমা (৮) কে রেখে স্বাধীন ও সাঈদকে নিয়ে কোন মতে পালিয়ে বাপের বাড়িতে চলে এসেছি। প্রতিকার চেয়ে আদালতে ১৫/০১/১৮ইং তারিখে মামলা করেছি। মামলা নং- সি,আর- ৩০/১৮, বিজ্ঞ আমলী আদালত-(৫),পঞ্চগড়। সহিদার অভিযোগ আমার স্বামী আমার জাতীয় পরিচয় পত্রটিও আমাকে সাথে আনতে দেয়নি।

জনৈক্য এক বিধবা মহিলার সাথে আমার স্বামীর অনৈতিক সম্পর্ক থাকায় আমিসহ আমার সন্তানদের প্রতি জুলুম নির্যাতন বাড়ছে। স্বামীর বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য নারী বাদী সংগঠন গুলোর সহযোগিতা চেয়েছেন সহিদা বেগম।

অপর দিকে মামলার ১ নং আসামী মকছেদুল মোমিন (৪০) এর সাথে যোগাযোগ করা হলে তিনি স্ত্রী মামলার সমন নোটিশ পেয়েছেন বলে জানান। একটু পরেই বলেন, আমি রংপুরের বাইরে আছি সমন নোটিশ পাইনি। সহিদার বর্তমানে স্বাধীন (৫) ছেলেটি প্রতিবন্ধী ও সাঈদ (১) সন্তানসহ পিতার বাড়িতে আশ্রয় নিলেও মসলিমা (৮) এর চিন্তায় সে দিশেহারা।

পিতার বয়স প্রায় ৭৫ বছর হওয়ায় তার সংসারে বোঝা হয়ে থাকা তার পক্ষে অত্যান্ত কষ্ট কর বলে জানান।সহিদার মামলার আইনজীবি মোঃজাকির হোসেন জানান, সহিদার মামলাটি যৌক্তিক বলে আদালত গ্রহণ করেছেন।

দেখা হয়েছে: 534
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪