|

গোবিন্দগঞ্জে আদিবাসী ভূমিহীনদের দলিল সম্পাদন

প্রকাশিতঃ ১২:০৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আলোচিত আদিবাসী পল্লীর ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমির দলিল সম্পাদন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার।

উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা মৌজায় গোবিন্দগঞ্জের আলোচিত আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ৪০ টি পরিবারের মাঝে ৩.৬ শতাংশ করে জমি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসে সাব-রেজিষ্ট্রার রাফিউল ইসলামের কার্যালয়ে সরকারের পক্ষে এ দলিল সম্পাদন করে দেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার।

এ দলিল সম্পাদনে উপস্থিত ছিলেন ৩২-গাইবান্ধা-০৪-গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য , উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান শাহীন, দলিল লেখক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার সাংবাদিকদের জানান, গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ২৮ জানুয়ারী ২০১৮ খ্রি: তারিখের স্মারক নং-৩১.৫৫৩২০০.০৩১.০৬.০৩৮.১৭-১৭০ (২) এর আদেশ মোতাবেক উপজেলা কেস নং-১০৯/২০১৭-২০১৮, জেলা কেস নং-২১০/২০১৭-২০১৮, বেতারা মৌজার হাল ৬৫৬ নং দাগের ০.০৩৬ একর করে জমি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ৪০ টি পরিবারে মধ্যে এই দলিল সম্পাদন করে দেয়া হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আদিবাসীদের এ দলিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের হাতে হস্তান্তর করবেন।

দেখা হয়েছে: 426
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪