|

মিঠামইনে নাসিমার মামলায় ধুম্রজালে পুলিশ

প্রকাশিতঃ ১১:১৩ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহঃ

কিশোরগঞ্জের মিঠামইন থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী (০৩) এর ৭/৯(৪)(খ)/০০ অপহরণ করিয়া অপহরণ করিয়া জোর পূর্বক চেষ্টা ও সহায়তার অপরাধে অভিযোক্তের সাথে মামলার তদন্ত কারী অফিসার এসআই সিরাজ জানালেন “৩০ হাজার টাকা দিলে মামলা ফাইনাল, নয়লে চার্জসীট”।

ফোন আলাপে তিনি আরো জানান, মামলার বাদী টুনাইনটি মিথ্যা মামলা করেছে। আপনি টাকা জোগার করেন আমি ফাইনাল দিব।

অনুসন্ধানে জানাযায়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার শিহারা গ্রামের আব্দুর রশিদের কন্যা নাসিমা আক্তারের বিয়ে হয় একই গ্রামের অছরদ্দিন এর পুত্র শাহ আলমের সাথে। ২০০১ সালে এই বিয়ের পর শাহ আলম বিদেশে চলে যান।

দীর্ঘ সময় প্রবাসে থাকার সময়ে তার অর্জিত টাকা স্ত্রী নাসিমার নামেই পাঠাত। স্বামীর অনুপস্থিতির কারনে নাসিমা পার্শবর্তী মাদক ব্যবসায়ী শেখ আব্দুল হেলিমের প্রেমে জড়িয়ে যায়। পরে শাহ আলম দেশে ফিরে এসে শূণ্য ঘরে স্ত্রীর জন্য মরিয়া হলে স্ত্রী তাকে নোটারী পাবলিকের মাধ্যমে ১৮ জানুয়ারী ২০১৭ইং তারিখে তালাক প্রদান করেন।

শাহ আলমের ভালবাসা ও অর্জিত অর্থ ফেরত পাওয়ার জন্য নাসিমাকে চাপ দিলে নাসিমা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিশোরগঞ্জ পিটিশন নং ৩৮৬/১৭ দায়ের করেন। এতে শাহ আলম সহ ৭ জনকে আসামী করা হয়।

উক্ত মামলাটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে মামলা খারিজ হয়ে যায়। পরবর্তী সময়ে স্ত্রী ও তার স্বজনরা শাহ আলমকে ধরে মারপিট ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর কারণে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল গ্রহনকারী আদালত নং ৪ কিশোরগঞ্জ একটি মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআই তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে চার্জসীট দাখিল করেন। এ মামলা থেকে অব্যহতি পাওয়ার লক্ষে নাসিমা আক্তার পুনরায় প্রচুর টাকা পয়সা খরচ করে মিঠামইন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একমাত্র শাহ আলমকে আসামী করে মামলা নং ১ তারিখ ১০-১০-১৭ইং দাখিল করেন। এই মামলাটি তদন্ত করে পুলিশ সত্যতা না পাওয়ায় আসামী শাহ আলমের সাথে ফোন আলাপে উল্লেখিত কথা বলেন।

দেখা হয়েছে: 404
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪