|

ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশের গুলি

প্রকাশিতঃ ৬:১৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ:
ময়মনসিংহে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিলে গুলি করেছে পুলিশ। এতে যুবদল কর্মী ওবায়দুল সহ বেশ কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।

এ সময় দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ’সহ ১০ নেতা-কর্মী। শুক্রবার বাদ জুম্মা নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে মিছিল করার সময় তাদের আটক করে পুলিশ।

আটক অন্য নেতা-কর্মীরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সদস্য আলম, নগর বিএনপি’র সদস্য মনির আহমেদ, জেলা যুবদল সদস্য মনির, আতাহার কামাল, রাজিব হোসেন, আল আমিন, আনিসুজ্জামান শুভ ও শ্রমিক দল নেতা দেবদ্রুত দাস’সহ আরো দুই জন।

দলীয় সূত্র জানায়, নগরীর নতুন বাজার মোড় এলাকা থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, দপ্তর সম্পাদক এমএ হান্নান খান, সদস্য এড.আনোয়ারুল আজিজ টুটুল, জেলা যুবদল সভাপতি শামীম আজাদ, ছাত্রনেতা ফেন্স রাসেল, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিলটি নগরীর নতুন বাজার থেকে বাউন্ডারী রোড হয়ে নওমহল এলাকায় যাবার পথে পুলিশ মিছিলকারীদের পেছন থেকে ধাওয়া করে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। এ সময় পুলিশ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ১০ বিএনপি নেতাকে আটক করে।

বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি:
এদিকে, খালেদার কারাদন্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীতে দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম ও কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করলে পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এ ঘটনার জের ধরে বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলমের বাসায় শুক্রবার দুপুরে নজিরবিহীন তল্লাশি চালায় পুলিশ। শহরের ২ নং পুলিশ ফাঁড়ির টিএসআই ফারুকের নেতৃত্বে এ তল্লাশি অভিযান চালানো হয়। একইভাবে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন আকন্দের বাসাতেও তল্লাশি চালানো হয়।

ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ: এর আগের দিন বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সুজাউদ্দৌল্লাহ সুজার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

এছাড়াও ছাত্রদল নেতা শামসুল ইসলাম রাসেলের নেতৃত্ব বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এতে ছাত্রদল নেতা রাকিব, জামান, শাহীন, আব্দুল্লাহ প্রমূখ। এদিকে শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গৌরীপুরে উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। এ সময় বিএনপি নেতা শাজাহান কবীর হীরা, ছাত্রনেতা রাঙ্গা, বাসার প্রমূখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 595
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪