|

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খনন প্রশাসন নিরব ?

প্রকাশিতঃ ১:১৯ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৩, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর ও পবা উপজেলার সীমান্ত সংলগ্ন বড়বিল এবং হাড়দহ-জুড়ানপুর বিলে সরকারের সব নিয়মনীতি লঙ্ঘন করে ফসলি জমিতে পুকুর খননের রীতিমত প্রতিযোগীতা চলছে। ইতমধ্যে এলাকার কৃষকরা পুকুর খনন বন্ধ ও ফসলী জমি রক্ষার জন্য মানববন্ধন ও বিভিন্ন স্থানে সাইনবোর্ড সাটিয়েছেন।

কিন্তু কোনো কিছুতেই ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করা যাচ্ছে না। এদিকে বিষয়টি যাদের দেখার কথা সেই জেলা বা উপজেলা প্রশাসন এ বিষয়ে জেগে জেগে ঘুমাচ্ছেন ফলে বন্ধ করা যাচ্ছে না পুকুর খননের মহোৎসব। অধিকাংশক্ষেত্রে প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তা অবৈধ পুকুর খননকারিদের কাছে থেকে আর্থিক সুবিধা নিয়ে নেপথ্যে থেকে এসব অবৈধ পুকুর খননে সহায়তা করছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করলে বা এক পুরিয়া গাঁজা রাখার অপরাধে প্রতিনিয়ত অসংখ্য মানুষকে ভ্রাম্যমান আদালত সাজা দিচ্ছে, অথচ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রকাশ্যে দিবালোকে নওহাটা এলাকার ভূমিদুস্যু জনৈক শাহজাহান আলী শত শত বিঘা ফসলী জমি নস্ট করে পুকুর খনন করলেও রহস্যজনক কারণে প্রশাসন নিরব। প্রতিনিয়িত একের পর ফসলী জমির উপর হচ্ছে অবৈধ পুকুর খনন। নীতিমালা লঙ্ঘন করে এভাবে পুকুর খননের কারণে সংশ্লিষ্ট এলাকায় দেখা দিচ্ছ জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব ও খাদ্য ঘাটতির আশঙ্কা।

স্থানীয়রা জানান, রাজশাহীর নওহাটা পৌর এলাকার ভূমিদস্যু জনৈক শাহজাহান আলী তানোরের জুড়ানপুর বিলে প্রায় ৩০ বিঘা ফসলি জমির উপর পুকুর খনন করেছেন।

এছাড়াও পবা উপজেলার বড়বিলে প্রায় ৬০ বিঘা ফসলী জমিতে পুকুর খনন শুরু করেছেন। এসব পুকুর খননের কারণে বিল পাড়ের কয়েকটি গ্রামের হতদরিদ্র পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। এছাড়াও তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের বাসিন্দা ও সরকারি চাকরিজিবি (জেলার) রফিকুল ইসলাম জেলা পরিষদের খাল ভরাট ও প্রায় একশ’ বিঘা ফসলি জমির উপর পুকুর খনন করেছেন। তার দেখাদেখি একই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন জেলা পরিষদের জায়গা দখলে নিয়ে প্রায় ৩০ বিঘা জমির উপর পুকুর খনন করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সরেজমিন, পবার বড়বিল ও তানোরের হাড়দহ-জুড়ানপুর মাঠে কথা হয় কয়েক নারীর সঙ্গে তারা মাঠে গবাদি পশু চরাচ্ছিলেন তারা বলেন, এসব গবাদি পশুই আমাদের অর্থ উপার্জনের মূল ভরসা। কিন্তু এভাবে একের পর এক পুকুর খনন করায় তাদের গবাদি পশু পালন বন্ধ হয়ে গেছে।

তারা আরও জানান, বড়বিল ও হাড়দহ বিলের বেশির ভাগ ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছে যা বাকি আছে সেখানেও পুকুর খনন শুরু করা হয়েছে। এতে আমাদের জীবন ধারণের পথ ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। অপরিকল্পিত ভাবে একের পর এক পুকুর খনন ও বাণিজ্যক ভাবে ব্যবহার হওয়ার বাড়ীর পুরুষরা কর্মহীন হয়ে পড়ছে। তারা এক সময় এসব জমিতে কৃষি শ্রমিকের কাজ করতেন।

কিন্তু এসব ফসলি জমিতে পুকুর খনন হওয়ার তাদের কৃষি শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি বাড়ির গবাদি পশু খাওয়ানোর মতো কোনো মাঠ থাকছে না। এভাবে চলতে থাকলে আমাদের কর্মের সন্ধানে এলাকাছাড়া হওয়া ব্যতিত কোনো উপায় নাই। এভাবেই অত্যন্ত আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছিলেন তারা।

এ নিয়ে অফিশিয়াল টেলিফোনে যোগাযোগ করা হলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এবিষয়ে তারা কোনো লিখিত অভিযোগ পাননি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

দেখা হয়েছে: 347
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪