|

ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা বাতিলের দাবিতে শরীয়তপুরে সমাবেশ

প্রকাশিতঃ ৭:০৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০১৮

শরীয়তপুর প্রতিনিধিঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখা। তারা ১১ ফেব্রুয়ারী রোববার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন ।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক, অনলাইন পোর্টাল সংলাপ৭১.কম এবং সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এ ওয়াদুদ মিয়া, সদস্য সচিব ও জাগো নিউজের প্রতিনিধি মো. ছগির হোসেন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কবির উজ্জামান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান।

এ সময় বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল খালেক পেদা (ইমন), দৈনিক আনন্দবাজার পত্রিকা ও অনলাইন পোর্টাল অপরাধ বার্তা ডট কমের জেলা প্রতিনিধি মো. মহসিন রেজা ( রিপন) বাংলা টিভি’র জেলা প্রতিনিধি নয়ন দাস, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূইয়া, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান খোকন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রশিদ সরদার, অনলাইন পোর্টাল সংলাপ ৭১.কম’র স্টাফ রিপোর্টার মো. নাসির খান, দৈনিক মানবজমিন পত্রিকার নড়িয়া উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন আলম, দৈনিক আনন্দবাজার পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরো, দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি মো. নান্নু মৃধা,

অনলাইন পোর্টাল সংলাপ ৭১.কমের ডামুড্যা উপজেলা প্রতিনিধি মিতালী শিকদার, সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি.এম গোলাম মোস্তফা, অনলাইন পোর্টাল ক্রাইম ভিশন’র প্রতিনিধি নাছির আহম্মেদ, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি পাবেল শিকদার, অনলাইন পোর্টাল শরীয়তপুর জার্নাল এর বার্তা সম্পাদক সোহাগ খান সুজন, নিউজ ৭১ অনলাইন এর স্টাফ রিপোর্টার শেখ জাভেদ, জেটিভি’র সদর উপজেলা প্রতিনিধি রূপক চক্রবর্তী, দৈনিক বজ্রশক্তি পত্রিকার প্রতিনিধি আসাদ মল্লিক, অনলাইন পোর্টাল সময়নিউজের প্রতিনিধি সমীর চন্দ্র শীল প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিল এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ১৪ দফা দাবি সম্বলিক একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরণ করেন।

দেখা হয়েছে: 496
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪