|

ইন্টার্ন চিকিৎসকদের মারপিটে আহত রাবি শিক্ষকের শারীরিক অবনতি

প্রকাশিতঃ ১২:১৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহিরের চোখে গুরুতর জখম, শ্বাসকষ্ট, তীব্র মাথা ব্যাথাসহ ক্রমেই শারীরিক অবনতি হচ্ছে। গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত তিনি।

জানা যায়, গত বুধবার রাতে অসুস্থ্য মেয়েকে দেখতে রামেকে যান অধ্যাপক জহির। এসময় ওই ওয়ার্ডে মেরি প্রিয়াঙ্কা নামে এক ইন্টার্ন চিকিৎসকের সাথে ধাক্কা লাগে তাঁর। এতে ওই ইন্টার্ন চিকিৎসক শিক্ষক এনামুল জহিরকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করলে তিনি ‘ননসেন্স’ বলে মন্তব্য করেন।

পরে বাকবিতন্ডার একপর্যায়ে মেরি পিয়াঙ্কা কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের সহায়তায় এনামুল জহিরকে বেধড়ক মারপিট করান। এ ঘটনার পর থেকে ক্রমেই অধ্যাপকের স্বস্থ্যের অবনতি হওয়ায় গত শনিবার বিকেলে তাকে রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বিভাগের শিক্ষার্থী সুমন জানান, স্যারের ডান চোখ ফুলে গেছে, কিছুই দেখতে পারছেন না। তিনি মারাত্মক ব্যাথা অনুভব করছেন। ডাক্তার বলছেন সেখানে রক্তও জমাট বেঁধেছে। সিটিস্ক্যানসহ সার্বক্ষণিক নজরদারিতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তার দেখভাল করা হচ্ছে।

রামেক হাসপাতালের কর্তব্যরত দু’জন চিকিৎসক জানান, চোখে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। মাথার আঘাতে যন্ত্রণায় ভুগছেন। এছাড়া শ্বাসকষ্টও তীব্র আকার ধারণ করেছে। উনাকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখভাল করছেন। সুস্থ্য হতে একটু সময় লাগবে।

এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার প্রায় ২ ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ওইদিন বিকেলে রাজশাহী মহানগরের মূখ্য আদালতের হাকিম বিচারক কুদরত-ই-খুদা স্বতপ্রণোদিত হয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। তবে ২৪ ঘন্টা পার হলেও প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেপ্তারও দেখায় নি পুলিশ।

এ বিষয়ে জানতে রাজপাড়া থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সময় বাড়িয়ে ২৫ তারিখের মধ্যে তদন্ত জমা দেয়ার কথা বলা হয়েছে। আর প্রধানমন্ত্রীর রাজশাহীতে আগমন নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। এই কাজ শেষে হলেই আমরা তদন্ত শুরু করবো।

দেখা হয়েছে: 434
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪