|

আব্দুর রশিদ খাঁন ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন

প্রকাশিতঃ ১১:০৬ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ৫২ নং চাঁদের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরন করা হয়।

আজ ৩০ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় মরহুম আব্দুর রশিদ খান ফাউন্ডেশনের উদ্যেগে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৫২ নং চাঁদের হাট প্রাথমিক বিদ্যালয়ের ১৩৪ জন দরিদ্র শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়।

দৈনিক আনন্দবাজার পত্রিকার বার্তা সম্পাদক ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত হোসেন লাবলু খাঁন এর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্ম-কর্তা মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা শিক্ষা কর্ম-কর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সোবহান মুন্সী, ডামুড্যা উপজেলা সহকারী শিক্ষা কর্ম-কর্তা মোঃ মিজানূর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্ম-কর্তা মোঃ আবুল কালাম আজাদ আবেগ আপ্লুত হয়ে বলেন, ৫২ নং চাঁদের প্রাথমিক বিদ্যালয় এতো গ্রামের ভিতর তার পরও বিদ্যালয়ের ক্লাস রুমের সাজ গোজ শিক্ষার্থীরা ও অনেক পরিছন্ন দেখে আমার অনেক ভালো লাগলো এই বিদ্যালয়ে আসতে পেরে আমি অনেক খুশি, তিনি আরো জানান ৫২ নং চাঁদের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় খুব শিঘ্রই পাঁকা ভবন তৈরী হবে।

কম্বল বিতরন অনুষ্ঠানে ৫২ নং চাঁদের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হেমায়েত হোসেন লাবলু খাঁন তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় সরকারী হলেও একটি ভবন নেই অনেক কষ্ট করে একটি পাকা বিদ্যালয় ভবন পাশ করানো হয়েছে শিঘ্রই কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সোহাগ খাঁন সুজন, মহসিন রেজা রিপন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত হোসেন মিন্টু খাঁন, মোঃ রুবেল খান, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি।

আব্দুর রশিদ খাঁন ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন

দেখা হয়েছে: 882
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪