|

গফরগাঁওয়ে আ’লীগের দুগ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রকাশিতঃ ১০:৩৭ অপরাহ্ন | মার্চ ২৪, ২০১৮

Section 144 imposed in the clash of Awami League in Gafargaon

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মমসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষে প্রায় ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। তবে সংঘর্ষ চলাকালে সাবেক এমপি অবঃ ক্যাপ্টেন মোঃ গিয়াস উদ্দিনের গাড়ী বহরসহ বেশ কয়েকটি গাড়ীতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় সন্ধ্যা থেকে অনির্দিস্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে জানা গেছে।

শনিবার (২৪ মার্চ ) সকাল ১১ টার দিকে উপজেলার পাগলা থানার দত্তের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তিতে উপজেলা শহরেও থেমে থেমে বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে।

আহতেরা হলেন, মজিবর রহমান (৪৫), সুরুজ মিয়া ও অজ্ঞাত অন্তত আরও ৫ জন আওয়ামীলীগকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মজিবর ও সুরুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে দুগ্রুপের সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শামীম রহমান। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। তবে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১ টার দিকে পাগলা থানা এলাকা থেকে সাবেক এমপি অবঃ ক্যাপ্টেন মোঃ গিয়াস উদ্দিন তার নেতাকর্মীদের সঙ্গে করে একটি গাড়ী বহর নিয়ে গফরগাঁও উপজেলা শহরে আসছিলেন। পরে উপজেলার দত্তের বাজার এলাকায় গাড়ী বহরটি পৌছলে বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের সমর্থকরা এতে বাধাঁ দেয়। তখন দুই গ্রুপের পাল্টা পাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মজিবর ও সুরুজসহ অন্তত ৭ জন আহত হয়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় সাবেক এমপি গিয়াস উদ্দিনকে উদ্ধার করে তার বাসায় পৌছে দেয়া হয়। তবে গফরগাঁও উপজেলা ও পাগলা এলাকায় এখনো থমথমে বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।

দেখা হয়েছে: 455
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪