|

পঞ্চগড়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

প্রকাশিতঃ ১১:৩১ অপরাহ্ন | জানুয়ারী ৩১, ২০১৮

পঞ্চগড়-ponchogor

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটারঃ

পঞ্চগড়ের সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিশ্বস্থ সুত্রে জানা গেছে, সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন ইতিপুর্বে বালাভীড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অদ্যাবধি তিনি বালাভীড় স্কুলে ইস্তফা পত্র দেননি।

অবৈধ ইস্তফা পত্র তৈরি করে প্রধান শিক্ষক হিসাবে বিল-বেতনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট উপজেলা শিক্ষাঅফিসার আবুল হোসেনের রহস্যজনক নিরবতা নানা প্রশ্ন তৈরি করেছে।

উক্ত স্কুলের চারজন নির্বাচিত অভিভাবক সদস্য উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে গেলে (৩১ জানুয়ারী) তিনি অভিযোগ গ্রহণ করতে অনিহা প্রকাশ করেন।

অভিভাবকরা বাধ্য হয়েই উপজেলা শিক্ষা অফিসারকে ডাক বিভাগ থেকে অভিযোগ পত্রটি রেজিষ্ট্রি করে দিয়েছেন বলে নির্বাচিত ছাত্র অভিভাবক আরশাদ হোসেন জানান সাংবাদিকদের জানান। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক আব্দুল মোমিন বিএড সনদ জালিয়াতি করে প্রধান শিক্ষকের চেয়ারটি দখল করেছেন।

অবশ্য ছাত্র অভিভাবকরা লিখিত ভাবে বিদ্যালয় সভাপতিকে প্রধান শিক্ষকের কাগজপত্র চেয়ে আবেদন করেছেন। সভাপতি (৯ জানুয়ারী) অভিযোগটি গ্রহণ করে রিসিপ কপি দিলেও নিয়োগ সংক্রান্ত কোন কাগজপত্র দিতে পারেননি। এ ব্যপারে মতামত নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

দেখা হয়েছে: 428
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪