|

শহিদু্ল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পরকিয়ায় উধাও অতঃপর…

প্রকাশিতঃ ১২:৩১ অপরাহ্ন | মার্চ ২৩, ২০১৮

সাঈদ খাঁন, স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলার ১০নং চেংঠী হাজরাডাঙ্গা শহিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারি গনিত শিক্ষক রতন কুমার (৪৭)ও সমাজ বিজ্ঞানের শিক্ষিকা পারবতী রানী (৪৫) স্কুলে এসে শিক্ষকতার পাশাপাশি পরকিয়ার চর্চাও শুরু করেন।

এক পর্যায় রতন পারবতীর মধ্যে পরকিয়া থেকে প্রেমের রুপ নেয় এবং তারা স্কুল ছেড়ে (বিনা অনুমতিতে) গত প্রায় দের বছর স্কুলে অনুপস্থিত থাকে। অনেক খোজ নেয়ার পরেও তাদের হদিস না মেলায় স্কুল কতৃপক্ষ তিনমাসে তিনটা নোটিস রতন ও পারবতীর নামে পাঠালে নোটিসের সাড়া না দিয়ে তারা আবার কমিটির তোয়াক্কা না করে স্কুলে আসার চেষ্টা করলে কতৃপক্ষ তাদের স্কুলে আসতে নিষেধ করেন।

উল্লেখ্য রতনের বউ ও দুই সন্তান এবং পারবতী রানীরও স্বামী ও দুই সন্তান এখনো বিদ্যমান। এদিকে এলাকাবাসী তাদের স্কুলে আসায় সাংবাদিকের নিকট ক্ষোভ ও তীব্র প্রতিবাদের কথা জানিয়েছেন কারন তার দুজনেই চরিত্রহীন।

সাধারন অভিবাকদের কথা চরিত্রহীন মাষ্টারের কাছে আমরা ছেলেমেয়ে দিতে চাইনা। মুঠো ফোনে রতন মাষ্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননা। পারবতী রানীর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায় নাই।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কমিটির সিদ্ধ্যান্তই আমার সিদ্ধান্ত। আমি একক কোন সিদ্ধান্ত কোনদিন নেই নাই এব্যাপারেও আমি নিবোনা। স্কুল কমিটির সভাপতি আলহাজ ওয়াজেদ আলির কাছে জানতে চাইলে তিনি বলেন দুশ্চরিত্র শিক্ষকদ্বয়ের পক্ষে আমি ছিলামনা এখনো নাই।

দেখা হয়েছে: 428
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪