|

শরীয়তপুর তালুকদার ইটভাটায় মোবাইল চুরির ঘটনায় শ্রমিককে হত্যা

প্রকাশিতঃ ৫:০৭ অপরাহ্ন | মার্চ ১৩, ২০১৮

শরীয়তপুর প্রতিনিধিঃ

জেলায় সদর উপজেলার তেতুলিয়া গ্রামে মেসার্স তালুকদার ব্রিক ফিল্ডে সোমবার ১২ মার্চ সন্ধায় শ্রমিকদের মধ্যে মোবাইল চুরিকে কেন্দ্র করে মারা মারির ঘটনায় কিশোর গঞ্জ জেলার ইতনা থানার এলান্জিরি গ্রামের জামিল মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫) নামের একজনের মৃত্যু হয়।

নিহতের পরিবার সুত্রে জানাযায়, ইট শ্রমিক নিহত আলমগীর তার মোবাইল ফোন নিজের থাকার ঘরে চার্জে দিয়ে রেখে কাজ করতে থাকে। কিছুক্ষন পরে এসে তার মোবাইল দেখতে না পেয়ে তাদের সহকারী ইট শ্রমিক বাবুলকে জিজ্ঞাসা করলে বাবুল উত্তেজিত হয়ে তর্ক বিতর্ক করে।

তর্ক বিতর্ক থেমে গেলেও কিছুক্ষন পর ইট শ্রমিক বাবুল তার আপন ভাই আলামিন, জাকির মিয়া ও ওবায়দুর, চীনা মাষ্টার সহ কয়েকজন মিলে আলমগীরের উপর হামলা করে। এতে আলমগীর অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার ছোট ভাই বাবু ও অন্য শ্রমিকরা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১ টার সময় তার মৃত্যু হয়। হামলারকারীরা সবাই কিশোর গঞ্জ ও সিলেটে জেলার বাসিন্দা।

প্রত্যেক্ষদর্শী নিহতের ছোট ভাই ইট শ্রমিক মোঃ বাবু (১২) বলেন, আমার বড় ভাইর মোবাইল চুরি হয়ে গেলে সে জিজ্ঞাসা করলে ইট ভাটার মালিক পক্ষের লোকজন ও বাবুলের ভাইয়েরা ৫/৭ জন মিলে আমার ভাইকে ইট দিয়ে ঘাড়ের পিছে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে আমার ভাই অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়। পরে আমরা শরীয়তপুর সদর হাসপাতাল নিয়ে আসি।

এসময় মালিকদের কেউ আমাদের সাহায্যে করতে হাসপাতাল আসেনি। আমার ভাইকে ভালো চিকিৎসা দিলে বেঁচে যেতে পারতো আমার ভাইয়ের ছোট ছোট দুটি ছেলে আছে, বলতে বলতে কাঁন্নায় ভেঙ্গে পড়ে মোঃ বাবু।

এ হত্যার ঘটনায় মেসার্স তালুকদার ব্রিক ফিল্ডের মালিক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ঘটনাটি আমি জেনে থানায় এসেছি দেখি কি করা যায়।

এবিষয়ে কর্তব্যরত ডাক্তার মাহাবুবুল আরেফীন নোমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর অবস্থা খুবই খারাপ ছিলো, দেখে আমি দ্রুত প্রাথমিক চিকিৎসা দেই, তাতে জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করতে চাইলে রোগীর সাথে যারা এসেছিলো তাদের জানালে তারা বলে আমরা কিভাবে নেবো ইটভাটার মালিক পক্ষের কেউ আসেনি, এর পর রাত ১১টার দিকে আলমগীর মারা যায়। এখন লাশের ময়না তদন্ত চলছে।

এব্যাপারে পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্ম-কর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ইট শ্রমিক আলমগীর হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং বাবুল, আলামিন, জাকির ও ওবায়দূর নামের চার আসামীকে গ্রেপ্তার করেছি।

ভিডিও 

দেখা হয়েছে: 614
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪