|

শিখরী ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:৪১ অপরাহ্ন | মার্চ ০৭, ২০১৮

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতাঃ

শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান শিখরী ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা – ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহের ত্রিশালে শিখরী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সাধারণ পর্ষদের সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পর্ষদের সভাপতি মেহেদী কাউসার ফরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই কার্যনির্বাহী পর্ষদের আহবায়ক সাইফুল আলম তুহিন বিগত বছরের রিপোর্ট পেশ করেন। পরে দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পরে শিখরী ফাউন্ডেশনের সংশোধিত গঠনতন্ত্র ২০১৮ সর্বসম্মতিক্রমে পাশ হয়।

তারপর গঠনতন্ত্র মোতাবেক শিখরী ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদ, পরিচালনা পর্ষদ, কার্যনির্বাহী পর্ষদ ও শিখরী ফাউন্ডেশনের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানসমূহের (যেমন: জঙ্গলবাড়ী বাতিঘর) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মেহেদী জামান লিজনকে আগামী এক বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

পরে প্রধান নির্বাচন কমিশনার শিখরী ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ – ২০১৮ এর নির্বাচন পরিচালনা করেন। যাতে সদস্যদের ভোটে পরিচালক হিসেবে মেহেদী কাউসার ফরাজী, সিরাজুল ইসলাম মনির, হাফিজুল ইসলাম হাবিব, সাইফুল আলম তুহিন, হিমেদুজ্জামান হিমেল ও রাকিবুল হাসান রাকিব নির্বাচিত হন। পরে, পরিচালকদের প্রত্যক্ষ ভোটে মেহেদী কাউসার ফরাজীকে শিখরী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালকবৃন্দ অতিসত্বর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী নিয়োগ ও বিভিন্ন শাখা কমিটি ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুদৃঢ় ও সাফল্যমন্ডিত করার আশাবাদ ব্যক্ত করেন।

দেখা হয়েছে: 468
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪