|

নৌকায় ভোট চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের তোরণ !

প্রকাশিতঃ ৮:০০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৫, ২০১৮

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে নীতিমালা লঙ্ঘন করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে একটি রাজনৈতিক দলের পক্ষে নৌকায় ভোট চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের তোরণ তৈরী নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়।

কেউ কেউ বলছে এদের সিংহভাগ নৌকাকে ভালবেসে বা ওই রাজনৈতিক দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নয় বরং সুযোগ বুঝে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য অথি উৎসাহী হয়ে দৃষ্টিনন্দন তোরণ তৈরী করেছে।

জানা গেছে, চলতি বছরের ২২ ফেব্ররুয়ারী বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। আর এই জনসভা ঘিরে ইতমধ্যে তানোর থেকে রাজশাহী শহর পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক সাজানো শুরু হয়েছে নানা রঙের ব্যানার-ফেষ্টুনে ও তোরণ। এ সবই করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ওপর অদৃশ্যে চাপ সৃষ্টি করে শিক্ষকদের টাকায় ব্যানার-ফেষ্টুন ও তোরণ তৈরী করা হচ্ছে বলে এলাকায় ব্যাপক প্রচার রয়েছে। তানোর-রাজশাহী সড়কের ব্র্যাক মোড়ে একটি তোরণ নির্মাণ করা হয়েছে তানোর এ,কে,সরকার ডিগ্রী কলেজের সৌজন্য।

আবার তানোর-রাজশাহী সড়কের কালীগঞ্জহাট এলাকায় কালীগঞ্জহাট ডিগ্রী কলেজের সৌজন্য নৌকায় ভোট দিন লিখে তোরণ তৈরী করা হয়েছে। অথচ অপ্রিয় হলেও সত্য তানোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের শতকরা প্রায় ৮০ ভাগ জামায়াত-বিএনপি মতাদর্শী বলে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আগামি ২২ ফেব্ররুয়ারী বৃহস্পতিবার রাজশাহী সরকারি মাদরাসা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রী আগমণ উপলক্ষে তানোর সদর থেকে রাজশাহী পর্যন্ত সড়কটি সাজানো শুরু হয়েছে নানা রঙের ব্যানার, ফেষ্টুন ও তোরণ দিয়ে। এসব তোরণ, ব্যানার ও ফেষ্টুনে রয়েছে বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী, সজিব ওয়াজেদ জয়, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরীর ছবি এবং নৌকায় ভোট প্রার্থনা করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের এমন তোরণ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছে, রাজনৈতিক দলের কর্মসূচিতে অরাজনৈতিক (শিক্ষা প্রতিষ্ঠান) প্রতিষ্ঠানের সৌজন্য এমন তোরণ তৈরীর হেতু কি-?। এটা অতি উৎসাহী হয়ে সরকারি দলের প্রতি অনুগত্য প্রকাশ না মতলববাজি ইত্যাদি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তানোরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জানান, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা তানোর থেকে রাজশাহী পর্যন্ত সড়ক সাজানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ওপর অদৃশ্যে চাপ সৃষ্টি করে। তিনি বলেন, শিক্ষকরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও নেতাদের চাপে সড়ক সাজানো কাজে অংশগ্রহণ (তোরণ তৈরী) করেন। তিনি আরো বলেন, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আবার একাধিক তোরণ (নির্মাণ) তৈরীর প্রস্তুতি নিচ্ছে।

এবিষয়ে উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সরকারি দল বা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা জনসভায় শিক্ষা প্রতিষ্ঠানের তোরণ নির্মাণ করাটা অনৈতিক। তিনি বলেন, তোরণ নির্মাণ না করে সেই টাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করলে সবাই লাভবান হবে।

দেখা হয়েছে: 626
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪