|

সিরাজদিখানে জোরপূর্বক সাইবোর্ড লাগিয়ে জমি দখলের পায়তারা

প্রকাশিতঃ ১০:০৭ অপরাহ্ন | মার্চ ১৮, ২০১৮

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসের নিকাহ রেজিষ্টার মাওলানা এম এ আহাদ (৪৬) এর জমিতে জোর পূর্বক সাইবোর্ড লাগিয়ে দখলের পায়তারা করছে এক শ্রেণীর অসাধু লোক।

জানা গেছে, উপজেলার বয়রাগাদী ইউনিয়নের চিকনেসার গ্রামের মৃত ইয়াজউদ্দিন আহাম্মেদ এর ছেলের গোবরদী মৌজাস্থ ১৩৪৭ খতিয়ানের ১০৬৬ নং দাগের মোট ৪৮ শতাংশ নাল জমিতে তছলিম গং জোরপূর্বক উক্ত জমিতে সাইবোর্ড লাগিয়ে দখলের পায়তারা করছে বলে জানিয়েছেন মাওলানা এম এ আহাদ। দখলের পায়তারায় লিপ্ত উপজেলার কাজীরবাগ গ্রামের মৃত বছির উদ্দিন শেখ এর ছেলে তছলিম (৫৭), ফুরশাইল গ্রামের বনিক বেপারীর ছেলে জাহাঙ্গীর বেপারী (৬২) একই গ্রামের মৃত বক্কা মিয়ার ছেলে জহিরুল হক (৪২)।

সিরাজদিখান উপজেলা ভুমি অফিসে খোজ নিয়ে জানা গেছে, ভুমি উন্নয়ন কর পরিশোধ রশিদ মূলে ডুপ্লিকেট কার্বন রশিদ বহি সি-৪১১৪০ তারিখ ০৯/০৮/১৭ খ্রিঃ নং-৬৬৯/১৭১৮ পর্যন্ত আঃ আহাদ পিতা মৃত-মাওলানা মোঃ ইয়াজউদ্দিন সাং-চিকনেসার, থানা-সিরাজদিখান,জেলা-মুন্সীগঞ্জ খাজনা পরিশোধ করেছেন।

নামজারী কেস নং-৬৬৯/১৭-১৮ তারিখ-০৯/০৮/১৭ খ্রিঃ মূলে আঃ আহাদ পিতা মৃত- মাওলানা মোঃ ইয়াজউদ্দিন, সাং-চিকনেসার, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ নামজারী করেছেন।

এম এ আহাদ জানান, তসলিম গংরা হলো তৃতীয় পক্ষ। জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে ফয়দা লুটের চেষ্টা করছে। তারা কাগজপত্র সৃজন করেছে। তাই সাইনবোর্ডে কোন দাগ, খতিয়ান মৌজা নং এবং কত শতাংশ যায়গা তা উল্লেখ করতে পারে নাই। আমি সিরাজদিখান উপজেলা কমিশনার ভুমি নজরুল ইসলাম স্যারকে বিষয়টি জানিয়েছি। স্যার তদন্ত করার জন্য লোক পাঠিয়েছিল। স্যার আমাকে আশ্বস্ত করেছেন সঠিক তদন্ত করে তার সুষ্ঠ মিমাংসা দিবেন।

এব্যাপারে তছলিম এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, বায়না সূত্রে মালিক হয়ে আমি সাইনবোর্ড লাগিয়েছি। অন্যের জমির প্রতি আমার কোন লোভ নাই। আপনার এসে আইনগত ভাবে কাগজপত্র দেখে যদি বলেন আমার কাগজপত্র রাইট নাই তাহলে সাথে সাথে আমি সাইনবোর্ড তুলে ফেলে দিবো।

বিস্তারিত অনুসন্ধানে আসছে………..?

মাদরাসা বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেখা হয়েছে: 1565
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪