|

মানবতার দৃষ্টান্ত রাখলেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন

প্রকাশিতঃ ১০:১৩ অপরাহ্ন | মার্চ ১০, ২০১৮

মোঃ ফয়সাল হাওলাদার, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

পুলিশ জনগণের জন্য সর্বাত্বক কাজ করে থাকে জনগণের বন্ধু হিসেবে। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন সাধারণ মানুষ সবার আগে পুলিশের কাছেই যায়। আর তা সমাধান করার জন্য পুলিশ অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত থাকে।

যদিও কিছু কিছু কাজ পুলিশের করার কিছুই থাকে না তারপরও মানবিক কারণে তাও করে থাকে পুলিশ। আর তেমনি এক কাজের উদাহরন সৃষ্টি করেছেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন। তার এহেন কাজেই প্রমান হয় পুলিশ জনগণের সত্যিই বন্ধু।

গত ০৬ মার্চ বিকেলে মোসাঃ বেল্লা বেগম (২৭) নামে এক মহিলা সিরাজদিখান থানায় এসে সরাসরি পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন এর অফিসে যায়। সে কান্না জড়িত কন্ঠে বলেন, তার স্বামী কুয়েত প্রবাসী ঐদিন তার কাছে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠায়। কিন্তু টাকাগুলো অন্য নম্বরে চয়ে যায়। ওই নম্বরে বহু চেষ্টা করেছি কিন্তু ফোন রিসিভ করে না। আপনার কাছে এসেছি আপনি কিছু করেন।

মহিলার কথাগুলি বলার সময় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ওই পুলিশ কর্মকর্তার অফিসে ছিলেন। এই কথাগুলো বলার পর ওই মহিলার কাছে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন আবেগ আপ্লুত হয়ে পড়েন। সাথে সাথে তার ব্যস্ততা ছেড়ে সকল কাজকর্ম ফেলে ওই টাকা উদ্ধারের চেষ্টা শুরু করেন।

সাংবাদিকের ধারণা ছিল এসব কাজ একজন সৎ কর্মঠ এবং তথ্য প্রযুক্তি জানা অফিসার ওই টাকা উদ্ধার করে দিতে পারে। ওই মহিলাকে আশ্বস্ত করে বাড়ীতে যাওয়ার জন্য বলেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন তার মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে অতি দ্রুত ১০ মার্চ সকাল ১১ টায় তার অফিস রুমে ওই মহিলাকে ডেকে খোয়া যাওয়া ২৫ হাজার টাকা বুঝিয়ে দেন।

তারপর মহিলা ও মহিলার সাথে থাকা লোকজন পুলিশকে উদ্দেশ্য করে বলতে থাকে এরকম সৎ পুলিশ অফিসার এর আগে কখনো দেখিনি। সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে যদি এরকম অফিসার কর্মরত থাকে তাহলে এদেশ সোনার বাংলা হওয়া সম্ভব।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশতো আইনের মধ্যে থেকে সকল কাজ করেই থাকে। তারপরও মাঝে মাঝে মানবিক কিছু বিষয় থাকে। আমি মানবিক দিক বিবেচনা করেই এবং আমার দ্বায়িত্ব হিসাবে একটু উপকার করার চেষ্টা করেছি।

দেখা হয়েছে: 586
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪