|

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গৌরীপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৫৯ অপরাহ্ন | জানুয়ারী ২৭, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ত্ব নির্বাচনে দক্ষতা বৃদ্ধি ও সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশের ন্যায় ময়মনসিংহ গৌরীপুরে শনিবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল আলম জানান, উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রছাত্রীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।

সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীরা অত্যান্ত সুশৃঙ্খলভাবে নিয়মানুযায়ী লাইনে দাঁিড়য়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। স্কাউটরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে।

পৌর শহরের অবস্থিত গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ১০ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম তন্বী জানায়- আমাদের কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৩ শত ০৪ জন। ৮টি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন, বিজয়ী হয়েছে- ফারিয়া বিনতে মাহবুব হৃদি (৬৪৫) ১০ম, হুমায়রা রহমান প্রেরণা (৪২৭) ১০ম, ফারিয়া হক আদর (৬১০) ৯ম, রাত্রী পাল (৪৯৬) ৮ম, অনামিকা মন্ডল নির্জনা (৩৮৬)৭ম, মাকসুদা আক্তার লিলি (৫৩২) ৭ম, নুসরাত জাহান (৩৭২) ৬ষ্ট ও আনিফা সুলতানা আঁখি (৪৪৯) ৬ষ্ট, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের নির্বাচন কমিশনার রাইয়ান আকন্দ রাফিদ জানায় ভোটার এক হাজার ৪ শত ১৬ জন, প্রতিদ্বন্দীতা করেছেন ২৪ জন প্রার্থী, বিজয়ী হয়েছে- সিয়াম খান পাঠান (৩৪০) ১০ম, আমিনুল ইসলাম খান (১৮১) ১০ম, তানজিনা আক্তার সূবর্ণা (২০১) ৯ম, আবুল বাশার (২০১) ৯ম, রুবাইয়া নাজনীন প্রিয়ন্তী (১৫২) ৮ম, হামিম আকন্দ (১৭১) ৭ম, সানরিনা সারোয়ার আইরিন (১৯৭) ৭ম ও জান্নাতুল ফেরদৌস প্রীতি ৬ষ্ট, ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী ও প্রধান শিক্ষক মো: আজিজুল হক বিজয়ীদের অভিনন্দন জ্ঞাপন করেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গৌরীপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গৌরীপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ফারহান তানভীর রুহিত জানায়- মোট ভোটার ছয় শত ২০ জন, প্রতিদ্বন্দ্বীতা করেছে ১৯ জন, বিজয়ী হয়েছে- রিয়ানুল করিম রৌদ্র (৩০২) ৯ম, রিয়াদ হাসান রানা (৩০০) ৭ম, আশিক হাসান (২৬৯) ১০ম, ইফতেসাম আজাদ লোবান (২০১) ৬ষ্ট, সাকিব আল হাসান (১৯৪) ৭ম, বিশেষ তাহসিন াাহমেদ রিয়ান (২৫৯), আদনান আরাফাত প্রতীক (২২৩) ও তীর্থপাল দিগন্ত (১২৯), বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহা বিজয়ীদের অভিনন্দন জানান।

দপ্তর অনুযায়ী আগামী ১ বছর তারা বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করবেন। অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের নির্বাচন কমিশনার মো: হৃদয় মিয়া জানায়- প্রায় তিনশত জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানান।

উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন- আমি সকাল থেকে বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছি, ছাত্রছাত্রীরা চমৎকার সুশৃঙ্খল ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আগামীদিনে তাদের মধ্যে থেকে দেশের জন্য সঠিক নেতৃত্বে বের হয়ে আসবে এটাই আমার প্রত্যাশা।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গৌরীপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গৌরীপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

দেখা হয়েছে: 1072
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪