|

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা হলে সুমাইয়া

প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৫, ২০১৮

অনলাইন বার্তাঃ

মায়ের সাথে পরীক্ষার হলে আসার কথা ছিল তার, সেই মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ফরিদপুরের সালথা উপজেলার সুমাইয়া আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী।

উপজেলা সদরে সালথা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন এই হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের মো. সহিদ মোল্যার মেয়ে। সে সালথা উপজেলার আটঘর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের জানান, রবিবার রাতে সন্তান প্রসব করার সময় ঢাকার একটি হাসপাতালে সুমাইয়ার মা মারা যায়। আজ সকাল সাড়ে ৮টার দিকে সুমাইয়ার মায়ের লাশ বাড়িতে এসে পৌছায়। এ সময় মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পরীক্ষার হলে যায় সুমাইয়া। পরীক্ষা দেবার সময় মায়ের কথা মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ে সুমাইয়া।তবে সহপাঠি ও কেন্দ্র সচিবদের সহযোগিতায় শোকে কাতর ছাত্রী সুমাইয়া পরীক্ষা দেয়।

আটঘর উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান খান বলেন, সকাল ১১ টায় সুমাইয়ার মায়ের লাশ দাফন করা হয়েছে।এঘটনায় পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান কেন্দ্রে ছুটে গিয়ে তাকে শান্তনা দেন।

সূত্র বাংলাদেশ প্রতিদিন

দেখা হয়েছে: 412
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪