|

ব্রিগেড টিমের তৎপরতায় বাল্যবিয়ে থেকে মুক্তি পেল দশম শ্রেণীর ছাত্রী তানিয়া

প্রকাশিতঃ ৭:০৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

আবু রায়হান, ত্রিশালঃ

ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ব্রিগেড টিমের তৎপরতায় বাল্যবিয়ে থেকে মুক্তি পেল দশম শ্রেণীরর ছাএী তানিয়া(১৪)।

জানা যায় রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়ার বিয়ে শুক্রবার হওয়ার কথা ছিল এ সংবাদ শুনার পরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ব্রিগেড টিমের সদস্যরা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের অবহিত করে স্কুলের পার্শ্ববর্তী বালিপাড়া রোডে তানিয়ার বাড়িতে ছুটে যায়।

এ সময় ব্রিগেড সদস্যরা তানিয়ার অভিভাবকদের বাল্যবিয়েরর সম্পর্কে বর্তমান সরকারের কঠোর অবস্থা তুলে ধরলে তারা তানিয়ার বিয়ে বন্ধ করেন।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামপুর ইউনিয়নের ব্রিগেড টিমের সমন্বয়ক ফারুক আহামেদ বলেন উপজেলা প্রশাসনের নবগঠিত ব্রিগেড সদস্যরা তার সহপাঠির বিয়ের খবর শুনলে তারা তার বাড়িতে ছুটে যায় এবং বিয়ে বন্ধ করে। আমরা শিক্ষকরা গিয়ে তাদের সহযোগিতা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমরা গিয়ে বিয়ে বন্ধ করলে ঐ পরিবার সামাজিক ভাবে কিছুটা মানসিক অশান্তি থাকত। এ থেকে বের হওয়ার জন্যই আমরা ব্রিগেড গঠন করেছি।

দেখা হয়েছে: 552
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪